নয়াদিল্লি: নরেন্দ্র মোদী টাইম-এর ২০১৬-র পার্সন অব দি ইয়ার অনলাইন রিডার পোলে সেরা ঘোষিত হতেই কার্যত ঢাক পেটাতে নেমে পড়লেন বিজেপির কিছু কেন্দ্রীয় নেতা, মন্ত্রী। প্রধানমন্ত্রীর সাফল্যে খুশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ বলেন, আমি ওনাকে অভিনন্দন জানাচ্ছি। উচ্ছ্বসিত কেন্দ্রীয় জলসম্পদমন্ত্রী উমা ভারতী সংসদের বাইরে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দেন, আমার তো মনে হয়, শুধু বছরের নয়, মোদীজী শতাব্দীর সেরা।  শান্তি, সমৃদ্ধি, প্রগতি, কর্মসংস্থানের যে কর্মসূচি সামনে রেখে তিনি এগচ্ছেন, তাতে আসছে ৮৪ বছর গোটা ভারত, দুনিয়া ওনাকে ঘিরেই আবর্তিত হবে।


বিরোধী শিবির অবশ্য প্রধানমন্ত্রীকে খোঁচা দিতে ছাড়ছে না। কংগ্রেস  সাংসদ রাজ বব্বর যেমন বলেছেন, মোদীকে অনলাইন পোলে ভোট দিয়েছেন যাঁরা, তাঁরা এনডিএ আমলে দেশে আটা-ময়দা ডালের মূল্যবৃদ্ধি, নোট বাতিল হওয়ার পর ভারতীঁয়দের দুর্ভোগের কথা জানতেন না। আমি মোদীজিকে সবিনয়ে অনুরোধ করব, টাইম-এর সার্ভেতে ভরসা করবেন না। যে জনপ্রিয়তার জোয়ারে আপনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, গত আড়াই বছরে তাতে ভাঁটা এসেছে। এটা মাথায় রাখুন। সিপিআইয়ের অন্যতম শীর্ষ নেতা ডি রাজার বক্তব্য, প্রধানমন্ত্রী হয়ত টাইম-এর এই সার্টিফিকেট পেয়ে খুশি, কিন্তু দেশবাসীর সার্টিফিকেট পেয়েছেন  কি! বিদ্রুপের সুরে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রেনুকা চৌধুরি বলেছেন,  নোট বাতিলের ধাক্কায় দেশবাসীকে তিনি বিপর্যয়ে ফেলে দিয়ে উনি সমীক্ষায় জয়ী হয়েছেন, এতে মোটেই বিস্ময়ের কিছু নেই। কে ওনাকে বছরের সেরা ব্যক্তি বলবে না? একটা সিদ্ধান্তের ধাক্কায় মানুষের পকেটে আগুন লাগিয়েছেন উনি!


প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, ভ্লাদিমির পুতিনের কাউকে না বেছে  মোদীকে অনলাইন পোলে ভোট দিয়ে বর্ষসেরা বাছাই করেছেন টাইম-এর পাঠকরা। এই নিয়ে দুবার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনের পাঠকদের রায়ে সেরা বাছাই হলেন প্রধানমন্ত্রী।