মুম্বই: মুম্বইয়ের বিখ্যাত স্থাপত্য ‘গেটওয়ে অফ ইন্ডিয়া’-র নাম বদলে ‘ভারতদ্বার’ রাখার প্রস্তাব দিলেন বিজেপি বিধায়ক রাজ পুরোহিত। কোলাবার এই বিধায়ক বলেছেন, ‘১৯২৪ সালের ডিসেম্বর মাসে অ্যাপোলো বান্ডারে রাজা পঞ্চম জর্জ ও রানি মেরির আগমন উপলক্ষে গেটওয়ে অফ ইন্ডিয়া তৈরি করা হয়। এটা ব্রিটিশদের দাসত্বের প্রতীক। সেই কারণে নাম বদল করা উচিত। গেটওয়ে অফ ইন্ডিয়ার নাম বদলে ভারতদ্বার করা উচিত। এই দাবি জানিয়ে আমি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও মুম্বই পোর্ট ট্রাস্ট কর্তৃপক্ষকে চিঠি লিখব।’
কোলাবার বিধায়ক পুরোহিত এর আগে মেরিন লাইন্স রেলস্টেশনের নাম বদল করার দাবি জানিয়েছিলেন। এবার গেটওয়ে অফ ইন্ডিয়ারও নাম বদল করার পক্ষে সওয়াল করলেন এই বিধায়ক। তিনি বলেছেন, ‘দাসত্বের দিন চলে গিয়েছে। আমাদের ঔপনিবেশিক মানসিকতা বদল করতে হবে। ব্রিটিশরাই বম্বে শহরের নামকরণ করেছিল। সেটা বদলে মুম্বই করা হয়েছে। শহরতলির অনেক রেলস্টেশনের নামও বদল করা হয়েছে। সেভাবেই গেটওয়ে অফ ইন্ডিয়ার নাম বদলে ভারতদ্বার করা উচিত।’
মুম্বইয়ের শহরতলিতে ইতিমধ্যেই দুটি রেলস্টেশনের নাম বদল করা হয়েছে। ভিক্টোরিয়া টার্মিনাসের নাম বদলে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস রাখা হয়েছে। বিজেপি-শিবসেনা জোট সরকার আরও সাতটি রেলস্টেশনের নাম বদল করতে চাইছে। পুরোহিতের দাবি অনুযায়ী গেটওয়ে অফ ইন্ডিয়ার নাম বদল করা হয় কি না, সেটাই এখন দেখার।
গেটওয়ে অফ ইন্ডিয়ার নাম বদলের প্রস্তাব বিজেপি বিধায়কের
Web Desk, ABP Ananda
Updated at:
11 Jun 2017 04:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -