পটনা: বিহারে বিরোধী এনডিএ শিবিরে ঘোরতর অস্বস্তি। বিধান পরিষদ চত্বরেই ঘটে গেল নজিরবিহীন ঘটনা। গত বুধবার বিধান পরিষদ চত্বরেই দলেরই এমএলসি (বিধান পরিষদ সদস্য)-কে পেটালেন এক বিজেপি বিধায়ক। গতকাল বিধান পরিষদে প্রসঙ্গটি তুলে সরব হন বিহারের শাসক জোটের সদস্যরা।
জানা গেছে, গত বুধবার বিজেপি বিধায়ক নীরজ কুমার সিংহ দলের এমএলসি লাল বাবু প্রসাদের ওপর চড়াও হন। নীরজের অভিযোগ, তাঁর স্ত্রীর যৌন নিগ্রহ করেছেন লাল বাবু। নীরজের স্ত্রী নতুন সিংহ এলজেপি বিধায়ক। এলজেপি এনডিএ-র শরিক।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গিয়েছে, বিধান পরিষদ চত্বরে বিজেপি-র দুই নেতার মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত বিজেপির কয়েকজন পরিষদ সদস্য ওই নীরজ ও লাল বাবুকে নিরস্ত করেন।
এই ঘটনায় কোনওপক্ষই আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ দায়ের করেনি।
গতকাল বিধান পরিষদে প্রসঙ্গটি উত্থাপন করেন জেডি-ইউ সদস্য রীনা যাদব। আরজেডি সদস্য রাবড়ি দেবী বিজেপি এমএলসি লাল বাবুর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ওই সময় নতুন সিংহ সভায় ছিলেন না। তবে লাল বাবু সভায় থাকলেও নীরবই থাকেন।
পরিষদের চেয়ারপার্সন বলেন, তিনি এ ব্যাপারে কোনও লিখিত অভিযোগ পাননি। তবে একইসঙ্গে তিনি জানিয়ে দেন, পরিষদের গায়ে কোনওরকম কলঙ্কের দাগ তিনি পড়তে দেবেন না।
পরে সাংবাদিকদের চেয়ারপার্সন বলেন, অভিযোগ না পেলে তিনি তো কোনও ব্যবস্থা নিতে পারেন না।
নতুনের স্বামী ছত্তরপুরের বিজেপি বিধায়ক গতকাল বিধানসভায় মধ্যাহ্নভোজের আগে আসেননি।
বিধানসভাতে মহাজোটের শরিক আরজেডি-জেডি (ইউ) এবং কংগ্রেস প্রসঙ্গটি উত্থাপন করে এনডিএ-কে নিশানা করে। তবে বিজেপি প্রসঙ্গটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।
উপমুখ্যমন্ত্রী তেজস্বী প্রসাদ ঘটনার নিন্দা করেছেন। তিনি লাল বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করারও দাবি জানিয়েছেন।
স্ত্রীকে যৌন নিগ্রহের অভিযোগে বিজেপি বিধায়কের মারধর দলেরই বিধান পরিষদ সদস্যকে, বিহারে অস্বস্তিতে এনডিএ
ABP Ananda, web desk
Updated at:
31 Mar 2017 09:28 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -