সিমলা: রাষ্ট্রপতির গ্রীষ্মকালীন আবাসের কাছে প্রিয়ঙ্কা গাঁধীর বাড়ি বানানোর পরিকল্পনায় আপত্তি সিমলার বিজেপি বিধায়ক সুরেশ ভরদ্বাজের। তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি দিয়ে দাবি জানিয়েছেন, ওটা ‘হাই সিকিউরিটি জোন’। ওখানে আবাসন নির্মাণের অনুমতি নেই। তাই নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর মেয়েকে রাষ্ট্রপতির ছুটি কাটানোর আবাসের কাছে বাড়ি তৈরির জন্য দেওয়া ছাড়পত্র প্রত্যাহার করতে হবে।
তিনি এও বলেছেন, নিরাপত্তার কারণে রাষ্ট্রপতির আবাস বা কল্যাণী হেলিপ্যাডের সন্নিকটে কোনও নির্মাণের অনুমতি দেওয়া হয় না। অতীতে আরও অনেকেই ওখানে বাড়ি বানানোর সম্মতি পাননি। কিন্তু নিজের পারিবারিক পরিচিতির ‘জোরে’ প্রিয়ঙ্কা ওখানে বাড়ি তৈরির অনুমতি জোগাড় করেছেন বলে অভিযোগ করেছেন ভরদ্বাজ।
প্রাক্তন এই রাজ্যসভা সাংসদ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর মতো ভিভিআইপি-রা এখানে এসে রাষ্ট্রপতির আবাসেই ওঠেন। শুধু তাঁদের সফর উপলক্ষ্যেই কল্যাণী হেলিপ্যাড ব্যবহার করে বায়ুসেনা। কিন্তু প্রিয়ঙ্কা গাঁধী এই এলাকায় বাড়ি তৈরি করার সিদ্ধান্ত নেওয়ায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অন্য অতিথিদের নিরাপত্তা বিপন্ন হতে চলেছে। ভরদ্বাজের বক্তব্য, এলাকাটি ‘নির্মাণ-বহির্ভূত জোন’ বলেই জলের দরে সেখানে জমি বেচে দেয় অনেকে। চার হাজার বর্গমিটার জমি কিনেছেন প্রিয়ঙ্কা।
সিমলায় রাষ্ট্রপতি আবাসের কাছে প্রিয়ঙ্কা গাঁধীকে কেন বাড়ি তৈরির অনুমতি? রাজনাথকে চিঠি বিজেপি বিধায়কের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
18 Jun 2016 08:40 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -