জয়পুর: গোরক্ষার নামে পিটিয়ে খুনের বিভিন্ন ঘটনা নিয়ে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। কিন্তু রাজস্থানের আলওয়ারে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। এরইমধ্যে বিতর্কিত মন্তব্য করলেন রাজস্থানের বিজেপি বিধায়ক জ্ঞান দেব আহুজা। তিনি বলেছেন, সন্ত্রাসের থেকেও গোহত্যা বড় অপরাধ। কারণ, ভারতে গরু মাতা হিসেবে গন্য হয়। তাই এই প্রাণীর ওপর কোনও ধরনের ‘দুর্ব্যবহার’ বরদাস্ত করা যায় না।
সম্প্রতি আলওয়ারে গোরক্ষক গোষ্ঠীর লোকজনদের মারধরে রাকবর ওরফে আকবর খান নামে এক ব্যক্তির মৃত্যু হয় বলে অভিযোগ। এই ঘটনায় আহুজা স্থানীয় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন।
এবার ওই বিজেপি বিধায়ক বলেছেন, জঙ্গিরা দু-পাঁচজন মানুষকে মারে। কিন্তু গোহত্যা কয়েক হাজার, এমনকি কয়েক লক্ষ মানুষের ভাবাবেগকে আহত করে।
আলওয়ারের গোবিন্দগড়ে গতকাল তিন মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছে ৪০ কেজি গোমাংস ছিল বলে সন্দেহ। অভিযোগ উঠেছে, একটি সংখ্যালঘু পরিবার বিক্রির জন্য তাদের বাড়িতে গোহত্যা করেছিল।
এই ঘটনার পরই গোহত্যা নিয়ে সুর চড়িয়েছেন আলওয়ারের রামগড় আসনের বিজেপি বিধায়ক আহুজা। তিনি বলেছেন, ‘ভারত এমন এক দেশ, যেখানে মাকে শ্রদ্ধা করা হয়। গীতা, ধরিত্রী, গরু, গঙ্গা, তুলসি এবং জন্মদাত্রীকে মা বলে মনে করা হয়’।
আহুজা বলেছেন, মায়ের প্রতি ‘দুর্ব্যবহার ও গুণ্ডামি’ এ দেশে বরদাস্ত করা হয় না। তাই এটা সন্ত্রাসবাদের থেকেও বড় অপরাধ।
রাকবরের হত্যার ঘটনায় আহুজার লোকজনদের বিরুদ্ধেই আঙুল তুলেছে বিরোধীরা। আহুজা এই ঘটনায় স্থানীয় পুলিশকে দায়ী করে এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন।
সন্ত্রাসবাদের চেয়েও বড় অপরাধ গোহত্যা, বললেন রাজস্থানের বিজেপি বিধায়ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Jul 2018 05:14 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -