গোরক্ষপুর:  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সংসদীয় এলাকা গোরক্ষপুরের বিজেপি বিধায়ক প্রকাশ্যে ধমকালেন এক মহিলা আইপিএস অফিসারকে। তিনি এতটাই রূঢ় ভাবে কথা বলেন যে ক্যামেরার সামনেই কেঁদে ফেলেন সেই আইপিএস। প্রসঙ্গত, গোরক্ষপুর এলাকায় একদল বিক্ষোভকারীকে হঠানো নিয়ে বিজেপি বিধায়কের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে যান ওই অফিসার। তারপর তাঁকে সীমা লঙ্ঘন না করার হুমকি দিয়ে চিত্কার করে ওঠেন ওই বিধায়ক, তাতে কার্যত স্তম্ভিত হয়ে যান ওই অফিসার। পুরো ঘটনাটিই ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনাটি ঘটেছে গোরক্ষপুরের করিমনগর এলাকায়। সেখানে একটি মদের দোকান সরানো নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে যায় এক দল বিক্ষোভকারী। এরপরই ওই এলাকার স্থানীয় বিধায়ক রাধা মোহন দাস অগ্রবাল ঘটনাস্থলে হাজির হন। বিক্ষোভকারীরা তাঁকে অভিযোগ জানিয়েছিল, যে এলাকার সার্কেল অফিসার চারু নিগম তাদের অন্যায় ভাবে ওখান থেকে সরিয়ে দিচ্ছেন। এমনকি পুলিশ এক মহিলাকে মেরেছে এবং ৮০ বছরের এক বৃদ্ধকে ধাক্কা দিয়েছে।

এরপরই আইপিএস অফিসারের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই বিধায়ক। বচসায় রাজ্য সরকারের একটি নির্দেশিকার কথা উল্লেখ করে দুজনের মধ্যে কথা কাটাকাটি চরমে ওঠে। সরকারের নির্দেশ কোনও জনবহুল এলাকায় মদের দোকান থাকবে না। কিন্তু অফিসারের কোনও কথা না শুনেই তাঁকে কার্যত হুমকি দেন ওই বিধায়ক। এরপরই মহিলা অফিসারকে রুমাল বের করে চোখ মুছতে দেখা যায়। মহিলা ওই অফিসারের অভিযোগ, ওই বিধায়ক তাঁকে অপমান করেছেন। মহিলা বলে কোনও রেয়াত করেননি। এই সেই ভিডিও



এদিকে ওই বিধায়কের অভিযোগ, পুলিশের সঙ্গে মদের দোকানের মালিকের একটা গোপন আঁতাত হয়ে গেছে। সেই আঁতাতে বাধা দিতেই ক্ষেপে গেছে পুলিশ। মহিলা আইপিএস-এর সঙ্গে অশালীন আচরণের কথাও অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক।