পটনা: বুধবার পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনের আগে সোমবার রাতে জেডি (ইউ) সহ সভাপতি প্রশান্ত কিশোর উপাচার্যের বাসভবনে যাওয়ায় বিতর্ক। বিজেপির ছাত্র সংগঠন এবিভিপির দাবি, উপাচার্যের সঙ্গে দেখা করে নির্বাচনের জন্য বহাল মডেল আচরণবিধি ভেঙেছেন প্রশান্ত কিশোর। অভিযোগ, সোমবার রাতে প্রশান্ত কিশোর উপাচার্যের বাসভবন থেকে বেরনোর সময় তাঁর গাড়ির ওপর হামলা করে, ইট-পাথর ছোঁড়ে এবিভিপির লোকজন। এজন্য গ্রেফতার করা হয় কয়েকজন এবিভিপি কর্মীকে। আজ এর প্রতিবাদে তিন বিজেপি বিধায়ক নীতিন নবীন, সঞ্জীব চৌরাসিয়া, অরুণ সিনহা দলীয় নেতা, কর্মীদের সঙ্গে নিয়ে পিরবাহোর থানার বাইরে ধরনায় বসেন। প্রশান্ত কিশোর ছাত্র সংসদের ভোটে কলকাঠি নাড়ছেন বলে তাঁদের অভিযোগ। তাঁরা দাবি করেন, প্রশান্ত কিশোর নির্বাচনে লড়ার কলাকৌশল রচনা করেন, জেডি (ইউ) এর ছাত্র শাখা ছাত্র জেডি (ইউ)এর ভোটে জয়ের সম্ভাবনা জোরদার করতে যাবতীয় নিয়মনীতি ভেঙে আসরে নেমেছেন। পাশাপাশি শাসক দলের সুনজরে থাকতে পুলিশ, প্রশাসনও এবিভিপি কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ তুলে বিজেপি বিধায়করা বলেন, আমরা মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে এদিকে নজর দিতে বলছি। ধৃত এবিভিপি কর্মীদের মুক্তি চাই। প্রশান্ত কিশোর পুলিশের হাতে নিজেকে তুলে দিয়ে প্রায়শ্চিত্ত করুন।
সোমবার রাতে তাঁরা এ নিয়ে রাজ্যপাল ও আচার্য লালজি ট্যান্ডনের কাছে গিয়েও তাঁর হস্তক্ষেপ দাবি করেন। নিয়মবিধি ভাঙার পিছনে পটনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রচ্ছন্ন মদতের অভিযোগও করেন তাঁরা।
এদিকে প্রশান্ত কিশোর পরে ট্যুইট করে আরএসএসের শাখা এবিভিপির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, কিছু গুন্ডা, সমাজবিরোধীকে বিহারে নিজেদের মুখ হিসাবে তুলে ধরার চেয়ে বরং আপনাদের ভাল কিছু করা উচিত। পটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ভোটে হারের সম্ভাবনায় যে আতঙ্ক তৈরি হয়েছে, আমার গাড়িতে পাথর ছুঁড়ে তা কাটানো যাবে না।
জেডি (ইউ) মুখপাত্র সঞ্জয় সিংহও বলেন, পটনা সায়েন্স কলেজে বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত ম্যানেজমেন্ট সেন্টার তৈরির ব্যাপারে উপাচার্যের বাসভবনে বৈঠক চলছিল। সেখানে প্রশান্ত কিশোরের এক আত্মীয় ছিলেন। তাঁর সঙ্গেই ওখানে গিয়েছিলেন তিনি। জেডি (ইউ) এর ওপর রাজ্যের মানু্ষের আস্থা, ভরসা বাড়তে থাকায় যারা ভয় পাচ্ছে, তারাই সব ভিত্তিহীন অভিযোগ তুলছে।
গত সপ্তাহে বিহারে দুই শরিক বিজেপি, জেডি (ইউ) এর বিরোধের সূত্রপাত ঘটে পটনা মহিলা কলেজের কাছে কয়েকজন ছাত্র জেডি (ইউ) কর্মীর হেনস্থার অভিযোগ ও তার জেরে এবিভিপি দপ্তরে পুলিশি অভিযান ঘিরে।