টিকমগড়: ক্ষমতাসীন বিজেপির এক বিধায়কের ছেলের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ ঘিরে উত্তপ্ত মধ্যপ্রদেশের রাজনীতি। পুলিশ জানিয়েছে, টিকমগড়ের বিজেপি বিধায়ক কেকে শ্রীবাস্তবের ছেলে এক মহিলার শ্লীলতাহানির করেন বলে অভিযোগ।শুধু তাই নয়, বাধা দিলে ওই মহিলার বাড়ির লোকজনকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে, বিজেপি বিধায়ক ওই অভিযোগকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে খারিজ করে দিয়েছেন।
শ্রীবাস্তবের দাবি, হোলির দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পার্টির জন্য সোনানিয়া খিরক গ্রামে গিয়েছিলেন। ওই সময় ফার্ম হাউসের পরিচারকের সঙ্গে গ্রামেরই এক যুবকের বিবাদ বেধে যায়। এই ঘটনার রিপোর্ট পুলিশের কাছে দায়ের করা হয়েছে। আর এরই পাল্টা হিসেবে তাঁর ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনা পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন বিজেপি বিধায়ক।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও বিধায়ক-পুত্রের বিরুদ্ধে শুধু মারধরের মামলাই রুজু হয়েছে।
মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
ABP Ananda, web desk
Updated at:
16 Mar 2017 11:07 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -