কলেজ ছাত্রীর সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক, বিয়ে করে একসঙ্গে বসবাসের অভিযোগ স্ত্রীর, বিপাকে জম্মুর বিজেপি বিধায়ক
Web Desk, ABP Ananda | 14 Jul 2018 03:42 PM (IST)
নয়াদিল্লি: জম্মুর বিজেপি বিধায়ক গগন ভগত বিপাকে। তাঁর বিরুদ্ধে আগেই বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে, যা নিয়ে তাঁকে দলের শৃঙ্খলারক্ষা কমিটির সামনে হাজির হয়ে জবাবদিহি করতে হয়েছে। এবার গগনের স্ত্রী মনিকা শর্মার চাঞ্চল্যকর দাবি, জম্মুর আরএস পুরা কেন্দ্রের বিধায়কের এক কলেজছাত্রীর সঙ্গে প্রেম আছে, দুজনের বিয়েও হয়েছে, একসঙ্গেই থাকেন। গগনের বিরুদ্ধে ওঠা অভিযোগ নতুন মাত্রা পেল এর ফলে। ওই কলেজছাত্রীর বাবা প্রকাশ্যেই ভগতের বিরুদ্ধে পঞ্জাবের কলেজ থেকে তাঁর মেয়েকে অপহরণের অভিযোগ তোলেন কয়েকদিন আগে। যদিও গগন, ওই কলেজছাত্রী, দুজনেই তা অস্বীকার করেন। বলেন, গগনের সম্মানহানির চেষ্টা হচ্ছে এহেন অভিযোগ তুলে। গগন তাঁকে মাসে এক লাখ করে টাকা দিচ্ছেন বলে যে দাবি করেছেন, মনিকা তা খারিজ করে বলেছেন, গত এপ্রিলে বিচারকের সামনে ভরনপোষণ দেওয়ার নথিতে সই করা সত্ত্বেও তাঁকে গগন একটি কানাকড়িও দেননি। মনিকা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন, আপনারই ঘরের মেয়ে হয়ে বিচার চাইছি, শুধু নিজের জন্য নয়, আমার বাচ্চাদের, সবে ১৯-এ পা দেওয়া মেয়েটির জন্যও। গগন ও তিনি ১৩ বছরের বিবাহিত বলে জানান মনিকা।