এবার তো লোকে বলবে, সন্ত্রাসবাদীদের হাত ধরেছে কংগ্রেস! কটাক্ষ নকভির
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2017 07:06 PM (IST)
নয়াদিল্লি: গুজরাতে ধৃত আইসিস সন্ত্রাসবাদী কংগ্রেসের প্রথম সারির নেতা তথা সনিয়া গাঁধীর কাছের লোক বলে পরিচিত আহমেদ পটেলের 'দাক্ষিণ্যে' চলা হাসপাতালে ধরা পড়ার আগে কাজ করত বলে অভিযোগ তুলে চাপ বাড়ানোর কৌশল নিল বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রথম সারির বিজেপি নেতা মুখতার আব্বাস নকভির দাবি, ১৯৭৯ সাল থেকেই গুজরাতের ওই হাসপাতালের সঙ্গে 'গভীর যোগাযোগ' আছে পটেলের।
বিজেপি সদর দপ্তরে নকভি সাংবাদিক বৈঠকে এ নিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও সহ সভাপতি রাহুল গাঁধীর জবাবদিহি চান। বলেন, যে হাসপাতালের সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্ক আছে, তার সঙ্গে পটেলের যোগাযোগ থাকাটা নিছক কাকতালীয় নয়। এবার তো লোকজন বলবে, সন্ত্রাসবাদীদের হাত ধরেছে কংগ্রেস।
দিনতিনেক আগে গুজরাত সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) হাতে ধরা পড়ে দুই সন্দেহভাজন আইসিস জঙ্গি। এফআইআরে বলা হয়েছে, ওদের একজন কাসিম স্টিমবারওয়ালা ভারুচের আঙ্কেলেশ্বর টাউনের সর্দার পটেল হাসপাতালে টেকনিশিয়ান পদে কাজ করত। গতকাল গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানিও অভিযোগ করেন, সন্দেহভাজন এক আইসিস সন্ত্রাসবাদী পটেল একসময় যে হাসপাতালের ট্রাস্টি ছিলেন, সেখানে চাকরি করেছে।
নকভি আজ বলেন, বিজেপি জাতীয় সুরক্ষাকে রাজনীতির ওপরে স্থান দেয়, গুজরাতের বিধানসভা ভোট সামনে বলেই তারা কংগ্রেসকে কালিমালিপ্ত করতে চাইছে, এই অভিযোগ ঠিক নয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -