এলফিনস্টোন দুর্ঘটনায় আহতদের সঙ্গে দেখা করে গরবা নাচতে গেলেন বিজেপি সাংসদ কিরীট সোমাইয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Oct 2017 08:27 AM (IST)
মুম্বই: এলফিনস্টোন স্টেশনে ফুটওভার ব্রিজে পদপিষ্ট হয়ে ২৩ জনের মৃত্যুর পর আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিজেপি সাংসদ কিরীট সোমাইয়া। তার কয়েক ঘণ্টা পরেই গরবা নাচের উৎসবে পৌঁছে গেলেন তিনি। মুম্বইয়ের কেইএম হাসপাতালে গিয়ে সোমাইয়া শুক্রবার আহতদের সঙ্গে দেখা করেন, কথা বলেন হতাহতদের পরিজনবর্গের সঙ্গে। তার কয়েক ঘণ্টার মধ্যেই একটি ভিডিও প্রকাশিত হয়, তাতে দেখা যায়, মুলুন্দে গরবা অনুষ্ঠানে গিয়ে সাংসদ মহানন্দে নাচছেন। ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্ন তোলেনি বিজেপি। সহযোগী দল শিবসেনা থেকে বিরোধী কংগ্রেস, সোশ্যাল মিডিয়ায় সক্রিয় সাধারণ মানুষ- অসংবেদনশীলতার অভিযোগে সকলে ধিক্কার দিয়েছেন তাঁকে। ভিডিওটি প্রথমে আপলোড করেন, সাংসদের স্ত্রী চিকিৎসক মেধা সোমাইয়া, তাঁর ফেসবুক পেজে। ওই গরবা অনুষ্ঠানের আয়োজক ছিলেন কিরীটের ছেলে, মুলুন্দের বিজেপি পুরপ্রতিনিধি নীল সোমাইয়া। শুক্রবার সকালে এলফিনস্টোন স্টেশনে বৃষ্টির মধ্যে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হন বহু মানুষ। হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুম্বইয়ের বহু গরবা অনুষ্ঠান বাতিল করা হয় সেদিন।