নয়াদিল্লি: মোগল বাদশাহ আওরঙ্গজেবকে জঙ্গি আখ্যা দিলেন বিজেপি সাংসদ মহেশ গিরি। তিনি বলেছেন, আজকের দৃষ্টিভঙ্গিতে আওরঙ্গজেব জঙ্গি ছিলেন, যে শাস্তি তাঁর পাওয়া উচিত ছিল তা তিনি পাননি। তবে তাঁর নামে যে রাস্তা ছিল, সেটা অন্তত পাল্টানো গিয়েছে।


পূর্ব দিল্লির এই সাংসদের চেষ্টাতেই ল্যুটিয়েনস দিল্লির আওরঙ্গজেব রোডের নাম পাল্টে হয়েছে ডক্টর এপিজে আবদুল কালাম রোড। তিনি এসেছিলেন আওরঙ্গজেব অ্যান্ড দারা শিকোহ: আ টেল অফ টু ব্রাদার্স নামে এক কনফারেন্সে। পাশাপাশি চলছিল দারা শিকোহ, দ্য ফরগটেন প্রিন্স অফ ইসলাম নামে একটি প্রদর্শনী। এতে যোগ দিয়ে আওরঙ্গজেবের দাদা দারা শিকোহর উচ্ছ্বসিত প্রশংসা করেন মহেশ গিরি। তাঁর পাণ্ডিত্য, সবাইকে মিলিয়ে নেওয়ার মূল্যবোধের কথা তুলে ধরে মহেশ বলেন, দারার জীবন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।

মহেশ বলেছেন, দারার জীবন যেভাবে তুলে ধরা উচিত, তা হচ্ছে না। তিনি ইসলামের প্রকৃত মূল্যবোধ তুলে ধরেছিলেন, আওরঙ্গজেবের গল্প বলার পাশাপাশি তাঁর কথাও জানাতে হবে। ভাইয়ের মত নির্মম ও অত্যাচারী ছিলেন না তিনি। তাই স্কুলে শুধু আওরঙ্গজেব পড়ালে তা হবে ইতিহাসের ভুল পাঠ। সমতা আনতে দারার কথাও পড়ানো উচিত, যাতে মানুষ বুঝতে পারে, কে ভাল আর কে মন্দ।

অনুষ্ঠানে ছিলেন ইরানি পার্লামেন্টের প্রাক্তন স্পিকার গোলাম আলি হাদ্দাদ আদেল। তিনি দারাকে ব্যাখ্যা করেন ভারতের বিস্ময় বলে। আওরঙ্গজেবের থেকে দারাকেই বেশি বিশ্বের সামনে তুলে ধরা উচিত বলে মন্তব্য করেন তিনি।