বাসভবনের সামনে অনশন ধর্মঘটে বিজেপি সাংসদ, গ্রেফতারের দাবি কেজরীবালের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 20 Jun 2016 04:25 AM (IST)
নয়াদিল্লি: তাঁর বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রমাণ করুন অরবিন্দ কেজরীবাল, না হলে ছাড়ুন মুখ্যমন্ত্রী পদ। এই দাবিতে রবিবার থেকে দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে অনশনে বসেছেন বিজেপি সাংসদ মহেশ গিরি। লেফটেন্যান্ট গভর্নর নাজিব জঙ্গকে লেখা এক চিঠিতে কেজরীবাল অভিযোগ করেন, নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলের আধিকারিক এম এম খানের খুনে গিরির হাত রয়েছে। মহেশ গিরির দাবি, কেজরীকে এই অভিযোগ প্রমাণ করতে হবে। সংশ্লিষ্ট এনডিএমসি আধিকারিক এম এম খানকে ১৬ মে দিল্লির জামিয়া নগর এলাকায় গুলি করে খুন করা হয়। এর পরদিন অর্থাৎ ১৭ তারিখ তাঁর একটি হোটেলের লিজ সংক্রান্ত বিষয়ে চূড়ান্ত অর্ডার দেওয়ার কথা ছিল। এই ঘটনায় ওই হোটেল মালিককে গ্রেফতার করে পুলিশ। কিন্তু কেজরীবাল লেফটেন্যান্ট গভর্নরকে চিঠি লিখে অভিযোগ করেন, পূর্ব দিল্লির বিজেপি সাংসদ মহেশ গিরি ও এনডিএমসি ভাইস চেয়ারম্যান কর্ণ সিংহ তানওয়ারের এতে হাত রয়েছে, লেফটেন্যান্ট গভর্নর তাঁদের বাঁচানোর চেষ্টা করছেন। এরপরই গিরি কেজরীকে চিঠি লিখে এ ব্যাপারে পাবলিক ডিবেটে নামার চ্যালেঞ্জ করেন। বলেন, ১৯ জুন, বিকেল চারটের মধ্যে তাঁর বিরুদ্ধে ছুঁড়ে দেওয়া অভিযোগ কেজরী প্রমাণ করতে পারলে রাজনীতিই ছেড়ে দেবেন তিনি। কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী জনসমক্ষে বিতর্কে নামার চ্যালেঞ্জ এড়িয়ে যান। উল্টে দাবি করেন, মহেশ গিরিকে গ্রেফতার করতে হবে। এরপর রবিবার থেকে কেজরীর বাসভবনের সামনে অনশনে বসেছেন ওই বিজেপি সাংসদ। তাঁর দাবি, হয় কেজরীকে অভিযোগ প্রমাণ করতে হবে, নয়তো ইস্তফা দিতে হবে। আম আদমি পার্টি অবশ্য দাবি করেছে, কেজরীবালকে বিতর্কে চ্যালেঞ্জ করা কোনও সমাধান নয়, মহেশ গিরির উচিত, এই খুনে স্বচ্ছ তদন্তের মুখোমুখি হওয়া। অভিযুক্ত হোটেল মালিকের সঙ্গে গিরির যোগাযোগ রয়েছে বলে তারা অভিযোগ করেছে।