নয়াদিল্লি: খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপিরই এক সাংসদ। নানা পাটোলে নামে কেন্দ্রের শাসক দলের ওই সাংসদের দাবি, প্রধানমন্ত্রী প্রশ্ন শুনতে চান না। কেউ তাঁকে প্রশ্ন করলে রেগে চান!

একটি প্রথম সারির ইংরেজি সংবাদপত্রের রিপোর্টে পাটোলেকে উদ্ধৃত করে বলা হয়েছে, তিনি দলীয় সাংসদদের এক বৈঠকে ওবিসি মন্ত্রক, কৃষক আত্মহত্যার মতো বিষয় তোলার চেষ্টা করলে প্রধানমন্ত্রী ক্ষুব্ধ হয়ে ওঠেন।

পাটোলে বলেছেন, উনি প্রশ্ন শুনতে চান না। ওনাকে প্রশ্ন করা হলে উনি পাল্টা জানতে চান, দলীয় ম্যানিফেস্টো পড়েছেন? বিভিন্ন সরকারি প্রকল্পের কথা জানা আছে?
এর আগে মিডিয়া রিপোর্টের একাংশে বলা হয়েছিল, বিজেপি সাংসদদের বৈঠকে পাটোলের কথা গুরুত্ব দিয়েই শোনেন প্রধানমন্ত্রী। কিন্তু খোদ পাটোলের বক্তব্য অন্যরকম এবং তাতে রয়েছে বিতর্কের ইন্ধন।

বৈঠকে গ্রিন ট্যাক্স বাড়ানো, ওবিসি মন্ত্রক, কৃষিতে কেন্দ্রীয় বিনিয়োগ বাড়ানো সহ বেশ কিছু প্রস্তাব দিলে মোদী রেগে ওঠেন, তাঁকে চুপ করে যেতে বলেন বলে দাবি করেন তিনি। পাটোলে বলেন, মোদী নিয়মিত দলীয় সাংসদদের নিয়ে বসেন। কিন্তু কোনও প্রশ্ন পছন্দ করেন না।

পাটোলে রেয়াত করেননি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশকেও। বলেন, দেশের অর্থনীতিতে মুম্বইয়ের বিরাট অবদান সত্ত্বেও মহারাষ্ট্রকে কম টাকা দেয় কেন্দ্র। কিন্তু রাজ্যের জন্য কেন্দ্রের থেকে বেশি অর্থ আদায়ে ব্যর্থ মুখ্যমন্ত্রী। সংসদ অধিবেশন শুরুর আগে মুম্বইয়ে দলের সাংসদদের সঙ্গে বৈঠক করাও তিনি বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ পাটোলের।

কেন্দ্র্রীয় মন্ত্রীরা সর্বক্ষণ আতঙ্কে থাকেন বলেও কটাক্ষ করেন তিনি। বলেন, এজন্যই কেন্দ্রে মন্ত্রী হতে আগ্রহী নই। এবার হিটলিস্টে আমার নামও উঠবে। তবে কাউকে ডরাই না।