নয়াদিল্লি: বিজেপি ছাড়লেন দলের মহারাষ্ট্রের সাংসদ নানা পাটোলে। লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি পাঠিয়ে সাংসদ পদ ছাড়ার সিদ্ধান্তও জানিয়েছেন বেশ কিছুদিন ধরেই নানা ইস্যুতে অসন্তুষ্ট এই বিজেপি নেতা। দল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি।
গত আগস্টে বিজেপি পরিচালিত মহারাষ্ট্র সরকার যেভাবে কৃষিঋণ মকুব স্কিম রূপায়ণ করছিল, তার নিন্দা করেন পাটোলে, অনলাইনে ঋণ মকুবের আবেদন জানানোর প্রক্রিয়ায় কৃষকরা সমস্যায় পড়ছেন বলে অভিযোগ করেন, দেবেন্দ্র ফঢ়নবিশ সরকার কৃষকদের সমস্যাবলীর প্রতি সহানুভূতিশীল নয় বলেও দাবি করেন। স্পিকারকে লেখা পত্রে তাঁর ইস্তফার কারণ হিসাবে কৃষি, অর্থনীতি, বেকারি সংক্রান্ত ১৪টি বিষয়ের উল্লেখ করেছেন পাটোলে। তাঁর অভিযোগ, অনেকদিন ধরেই তিনি বিষয়গুলি তুলছেন, কিন্তু সেগুলি উপেক্ষা করা হয়েছে।
সূত্রের খবর, মহারাষ্ট্রের বিজেপি সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর এক বৈঠকে তাঁর সামনেই নানা ব্যাপারে ক্ষোভ জানিয়ে মুখ খোলায় তাঁকে চুপ করে যেতে বলা হয়েছিল। তিনি ওবিসিদের জন্য আলাদা মন্ত্রক খোলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করায় মোদী ক্ষুব্ধ হয়েছিলেন। তবে মুখ বন্ধ রাখার নির্দেশে তিনি ভিতরে ভিতরে ফুঁসছিলেন। অতীতে কংগ্রেস সহ বেশ কয়েকটি দল ঘুরে ২০১৪-র লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাটোলে। ভান্ডারা- গোন্ডিয়া লোকসভা আসনে এনসিপি শীর্ষনেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী প্রফুল পটেলকে পরাজিত করেন তিনি। তবে পরে পটেল, ফঢ়নবিশের মধ্যেই মাখামাখি ক্রমশ বাড়ছে, এই অভিযোগে ক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। দিনকয়েক আগে মহারাষ্ট্রের আকোলায় প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে বিক্ষোভ আন্দোলনেও যোগ দেন পাটোলে।
শেষ পর্যন্ত দল, সাংসদ পদ থেকে ইস্তফা কৃষক সমস্যা নিয়ে সরব মহারাষ্ট্রের বিজেপি এমপি-র
Web Desk, ABP Ananda
Updated at:
08 Dec 2017 04:10 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -