ভোটার লিস্টে নাম নেই, উত্তরপ্রদেশে পুর নির্বাচনে ভোট দিতে না পেরে সাক্ষীর দাবি, চক্রান্ত!
Web Desk, ABP Ananda
Updated at:
22 Nov 2017 07:12 PM (IST)
উন্নাও (উত্তরপ্রদেশ): উত্তরপ্রদেশের পুরভোটে ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ সাক্ষী মহারাজ। ভোটার তালিকায় নাম নেই তাঁর। এদিন সকালে ভোট দিতে না পেরে তিনি ফিরে আসেন গাদনখেড়া বুথ থেকে। সাক্ষীর দাবি, এর পিছনে চক্রান্ত রয়েছে। দোষী প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জেলা প্রশাসন এ ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছে।
সাক্ষী বলেন, ওখানকার জেলাশাসক নতুন এসেছেন। অতিরিক্ত জেলাশাসক নিযুক্ত হয়েছিলেন আগের সরকারের আমলে। তিনিই ভোট প্রক্রিয়া পরিচালনার দায়িত্বে আছেন। একজন সাংসদের নাম ভোটার লিস্ট থেকে বাদ পড়া কোনও মামুলি ব্যাপার নয়, এর পিছনে চক্রান্ত থাকতে পারে।
তাঁর গাদনখেড়া সাক্ষীধাম আশ্রমের বেশ কয়েকজন সদস্যের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেও অভিযোগ করেন নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে আসা সাক্ষী।
শুধু সাক্ষী নন, ভোটার তালিকায় নাম না থাকায় এদিন ভোট দিতে পারেননি প্রাক্তন কংগ্রেস এমপি অন্নু ট্যান্ডনও। তিনিও জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন।
দুটি অভিযোগই গুরুতর আখ্যা দিয়ে জেলাশাসক এন জি রবি জানান, তদন্ত হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -