গোড্ডা (ঝাড়খন্ড): গোড্ডার বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে গত বুধবার মহিষ চোর সন্দেহে দুই মুসলিমকে পিটিয়ে মারার ব্যাপারে ধৃতদের মামলা লড়ার খরচ দেওয়ার কথা ঘোষণা করলেন। দুবের দাবি, কংগ্রেসের চাপেই ১৩ জুনের ঘটনার ব্যাপারে আদিবাসীদের গ্রেফতার করা হয়েছে। পিটিয়ে হত্যার ঘটনার সিবিআই তদন্ত হোক। তিনি বলেন, কংগ্রেস একদিকে বলে, আদিবাসীরা মানুষ খুন করতে পারে না, আবার ওদেরই গ্রেফতার করিয়ে দেয়। ঘটনার সময় হাজারখানেক লোকের ভিড়ে কী করে চারজনকে শনাক্ত করা হল? আমি নিম্ন আদালত থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত ধৃতদের মামলা লড়ার খরচ দেব।
তাদের মহিষ চুরি করেছে, এই সন্দেহে আদিবাসী অধ্যুষিত দুল্লু গ্রামের উত্তেজিত জনতার মারে বানকাটি গ্রামে দুজন মুসলিমের হত্যায় গোরক্ষকদের বাড়াবাড়ি, আইন হাতে তুলে নেওয়ার অভিযোগ ফের সামনে এসেছে। রাতভর তল্লাসির পর দুল্লু গ্রামের লোকজন ওই দুজনকে মহিষ সমেত হাতেনাতে ধরে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। মহিষ চুরিতে অভিযুক্ত আরও তিনজন পালিয়ে যায়।
নিহতরা রাঁচি থেকে প্রায় ২০০ কিমি দূরের তালঝারি গ্রামের বাসিন্দা।
গোড্ডার পুলিশ সুপার রাজীব রঞ্জন সিংহের দাবি, ঘটনাটি গবাদি পশু চুরির, এর সঙ্গে গোরক্ষকদের যোগ নেই।
এ ঘটনায় দুটি এফআইআর দায়ের হয়েছে।
কামেশ্বর সোরেন, কিষাণ রাই, ভুকুল কিস্কু, মুন্সি মূর্মূ, ধৃত এই চারজনকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
মহিষ চুরির সন্দেহে পিটিয়ে খুনে ধৃত আদিবাসীদের বিচারবিভাগীয় হেফাজত, মামলা লড়ার খরচ দেবেন, ঘোষণা গোড্ডার বিজেপি সাংসদের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Jun 2018 08:58 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -