নয়াদিল্লি:  জৈব সার হিসাবে গোমূত্রকে ব্য়বহার করে ফসল উত্পাদন বাড়ানো যায় কিনা, গবেষণা করে দেখার প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ। রাজস্থানের ওই সাংসদের নাম সুমেধানন্দ সরস্বতী। বৃহস্পতিবার লোকসভায় কৃ্ষিমন্ত্রকের ব্যয়বরাদ্দ নিয়ে বিতর্কে তিনি রাসায়নিক সারের ব্যবহারের ফলে কৃষিজমির ক্ষতি এড়াতে সরকারকে ব্যাপক পরিমানে জৈব সারের ব্যবহারে গুরুত্ব দিতে আবেদন করেন। এ প্রসঙ্গে শিকারের ওই এমপি-র বক্তব্য, গোমূত্রকে জৈব সার হিসাবে কাজে লাগানো যায় কিনা, তার ব্যবহারে ফসল উত্পাদন বেশি হওয়া সম্ভব কিনা, তা নিয়ে বড় রকমের রিসার্চ হওয়া  উচিত।


গোবর দেশের নানা  জায়গায় চাষের কাজে  ব্যবহার করা হয় জৈব সার হিসাবে। সরস্বতীর প্রস্তাব, এবার দেখা হোক,  গোমূত্রও কাজে লাপতে পারে কিনা।

প্রসঙ্গত, গত নভেম্বরে আয়ুশ মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক জানান, গোমূত্রে সংক্রমণ রোধী, ক্যান্সার-দমনকারী এজেন্ট চিহ্নিত করতে , পাশাপাশি গোমূত্রে থাকা পুষ্টিকর উপাদানগুলি শনাক্ত করতে সরকারি স্তরে গবেষণা  চলছে।