এটাহ: উত্তরপ্রদেশে সদ্যসমাপ্ত পুর নির্বাচনের ফল নিয়ে বিজেপি-কে কটাক্ষ করলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তাঁর দাবি, বিজেপি এই নির্বাচনের ফল নিয়ে মিথ্যাচার করছে। মেয়র নির্বাচনে ফল ভাল হওয়া নিয়ে নিজেদের পিঠ চাপড়ালেও, নগর পালিকা ও নগর পঞ্চায়েত নির্বাচনে হার নিয়ে বিজেপি নীরব।
উত্তরপ্রদেশে বিভিন্ন পুরসভার মেয়র নির্বাচনে বিজেপি-র পাশাপাশি বহুজন সমাজ পার্টিও ভাল ফল করেছে। তবে সমাজবাদী পার্টি ও কংগ্রেস মোটেই ভাল ফল করতে পারেনি। অখিলেশের অভিযোগ, ইভিএম-এ কারসাজি করেই জিতেছে বিজেপি। এক অনুষ্ঠানে সপা প্রধান বলেছেন, ‘বিজেপি মিথ্যা প্রচারের দল। ইভিএম-এর জন্যই উত্তরপ্রদেশে ১৬টি মেয়র পদের মধ্যে ১৪টিতে জয় পেয়েছে বিজেপি। কিন্তু ওরা নগর পালিকা ও নগর পরিষদ নির্বাচনের ফল নিয়ে কিছু বলছে না।’
বসপা, কংগ্রেস, আপ-এর পাশাপাশি সপা-ও বেশ কিছুদিন ধরেই বিজেপি-র বিরুদ্ধে ইভিএম-এ কারসাজির অভিযোগ করে আসছে। উত্তরপ্রদেশে এবারের মেয়র নির্বাচনেও বিজেপি ইভিএম-এ কারচুপি করেই জিতেছে বলে অভিযোগ করেছেন বসপা প্রধান মায়াবতী। অখিলেশও একই অভিযোগ করেছেন। তাঁর দাবি, ‘ভারতের চেয়ে উন্নত দেশগুলিতে যদি নির্বাচনে ব্যালট পেপার ব্যবহার হতে পারে, তাহলে এখানে সমস্যা কী? ইভিএম-এর গোলমাল কীভাবে মেটানো হয়, তার জবাব দিতে হবে নির্বাচন কমিশনকে। যখন খারাপ হয়ে যাওয়া ইভিএম সারানো যায়, তখন স্বাভাবিকভাবে কাজ করা ইভিএম-এ কারচুপি করাও সম্ভব।’
উত্তরপ্রদেশে নগর পঞ্চায়েত নির্বাচনে হার নিয়ে বিজেপি নীরব, কটাক্ষ অখিলেশের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2017 12:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -