ভোপাল: বিধানসভা উপনির্বাচনে কোলারাস (শিবপুরি জেলা) ও মুঙ্গাউলি (অশোকনগর জেলা), মধ্যপ্রদেশের এই দুই আসন কংগ্রেস ধরে রাখতে সফল হয়েছে। বিজেপি রাজ্যে ক্ষমতায় থেকেও একটুর জন্য জিততে পারেনি। এজন্য আমরা ব্যাথিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, আমরা জয়ের জন্য লড়েছি, কিন্তু চেষ্টায় একটু খামতি থেকে গিয়েছিল। দুটি কেন্দ্রেই কংগ্রেসের জয়ের মার্জিন অল্পই। শিবরাজও দলের অন্য নেতাদের সঙ্গে দুই কেন্দ্রেই প্রচার করেছিলেন। তিনি বলেন, সবাই ভেবেছিলেন ওই দুটো আসন জেতা বিজেপির পক্ষে কঠিন হবে। কংগ্রেস ২০১৩-য় কোলারাসে জিতেছিল প্রায় ২৫০০০ ভোটে। উপনির্বাচনে ব্যবধান প্রায় ৮ হাজার কমিয়ে এনেছি আমরা। ২০১৩-য় কংগ্রেস মুঙ্গাউলিতে জেতে ২২ হাজার ভোটে। ওখানে এবার আমরা হেরেছি প্রায় ২১০০ ভোটে। ২০০৩ থেকে এই রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রীর দাবি, চলতি বছরের শেষে মধ্যপ্রদেশের বিধানসভা ভোটে তাঁর দল ভাল সংখ্যাগরিষ্ঠতা পেয়েই জিতবে।