নয়াদিল্লি: শুরু হল বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। দুদিনের এই বৈঠকে দলের যেমন সরকারের কাজের চুলচেরা বিশ্লেষণ হবে, তেমনই ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রূপরেখা তৈরি হবে।
রবিবার, বৈঠকের প্রথম দিন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ দলের বিভিন্ন পদাধিকারী, রাজ্য প্রধান এবং গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতাদের নিয়ে বসেন। সেখানে বিভিন্ন প্রস্তাব ও অ্যাজেন্ডা চূড়ান্ত করা হয়।
প্রসঙ্গত, আগামীকাল এই বিষয় নিয়েই আলোচনা হওয়ার কথা। সোমবার, বৈঠকে বক্তব্য পেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সেখানে সরকারের গরিব-মুখী পদক্ষেপ ও অন্যান্য নীতি-সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন।
নোট বাতিলের ফলে জিডিপি-র পতন হয়েছে দাবি করে দেশের অর্থনীতির বেহাল দশার জন্য মোদী সরকারকে দায়ী করছে বিরোধীরা। সম্মেলনের মঞ্চ থেকেই বিরোধীদের জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন মোদী।
জানা গিয়েছে, বিরোধীদের একহাত নিয়ে দেশে কালো টাকা রোধ এবং স্বচ্ছতা বৃদ্ধি নিয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপের সাফল্য তুলে ধরবেন মোদী। সূত্রের খবর, ইউপিএ জমানার তুলনায় বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে দেশের অর্থনীতির গতি অনেকটাই ভাল বলে প্রস্তাব গৃহীত হবে বৈঠকে।
জানা গিয়েছে, দুদিনের এই বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন প্রায় ২ হাজার নেতা-কর্মকর্তা-সাংসদ-বিধায়ক।