পটনা: বিজেপি সম্পর্কে সাধারণ মানুষের ধারণা, তাতে সংখ্যালঘুদের ঠাঁই নেই। বিজেপির উচিত, এই চিন্তাধারা বদলানোর চেষ্টা করা। বললেন বিজেপি জোটসঙ্গী লোক জনশক্তি পার্টি প্রধান ও কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রী রামবিলাস পাসোয়ান। তাঁর বক্তব্য, সংখ্যালঘু, দলিতরা বিজেপিতে অপাংক্তেয় বলে মানুষের যে ধারণা, তা বদলাতে বিজেপির জরুরি ব্যবস্থা নেওয়া দরকার।
বিজেপিতে কি কোনও ধর্মনিরপেক্ষ নেতা নেই? প্রশ্ন তুলেছেন রামবিলাস। তাঁর বক্তব্য, সুশীল মোদী, রামকৃপাল যাদবের মত নেতারা বিজেপিতে রয়েছেন। কিন্তু তাঁদের কণ্ঠস্বর দমিয়ে দেওয়া হয়, গুরুত্ব পান অন্যরা।
জানা গিয়েছে, রামবিলাস কট্টরপন্থী বিজেপি নেতাদের পরামর্শ দিয়েছেন, এমন কোনও মন্তব্য না করতে যা সংখ্যালঘু ভোটারদের দূরে ঠেলে দেয়।
এর আগে বিজেপি উত্তর প্রদেশে দুটি আসনের উপনির্বাচনে হারার পর রামবিলাস পুত্র, সাংসদ চিরাগ পাসোয়ান একের পর এক টুইট করে বলেন, উপ নির্বাচনের ফলে মনোবল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই ফল বার্তা নিয়ে এসেছে যে একটু পথ পরিবর্তন জরুরি। প্রধানমন্ত্রীর আবেদন এখনও প্রশ্নাতীত কিন্তু উত্তর প্রদেশ/বিহার নিয়ে নতুন রণনীতি জরুরি।
তাঁর মতে, সময়মত তৈরি থাকাই হচ্ছে প্রকৃত কাণ্ডজ্ঞানের পরিচয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত নেতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও কেন হিন্দি বলয়ে এনডিএ একটু পিছিয়ে পড়েছে সে সম্পর্কে বিশ্লেষণ জরুরি। এনডিএ-র নীতিতে তাঁদের অবিচল আস্থা রয়েছে বলেও ফের জানিয়ে দেন তিনি।
বিজেপির উচিত, তাদের সম্পর্কে মানুষের ধারণা পাল্টানো, সামনে আনুক সংখ্যালঘু নেতাদের, বললেন কেন্দ্রীয় মন্ত্রী রামবিলাস পাসোয়ান
ABP Ananda, Web Desk
Updated at:
19 Mar 2018 11:17 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -