গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে সঙ্ঘের দিকে অভিযোগের আঙুল তোলায় রামচন্দ্র গুহকে আইনি নোটিশ বিজেপির
ABP Ananda, web desk | 11 Sep 2017 08:48 PM (IST)
বেঙ্গালুরু: কর্নাটকের বিশিষ্ট সাংবাদিক গৌরী লঙ্কেশকে খুনের ঘটনায় সঙ্ঘ পরিবারের লোকজনের হাত থাকতে পারে বলে অভিযোগ করায় বিশিষ্ট ইতিহাসবিদ রামচন্দ্র গুহকে আইনি নোটিশ পাঠাল বিজেপি। নিজের মন্তব্যের জন্য তিনদিনের মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে বিজেপি দায়রা ও ফৌজদারি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে গুহকে হুঁশিয়ারি দিয়েছে। রামচন্দ্রর কাছে পাঠানো আইনি নোটিশে সংবাদমাধ্যমে প্রকাশিত তাঁর মন্তব্যেরও উল্লেখ করা হয়েছে। বিজেপির এই আইনি নোটিশের খবর প্রকাশিত হওয়ার পর রামচন্দ্র গুহ ট্যুইটারের মাধ্যমে ভারতে মতপ্রকাশের অধিকারের ক্ষেত্রে বিপদ সংক্রান্ত তাঁর একটি লেখা শেয়ার করেছেন। তাঁর ট্যুইট, বর্তমানে, ভারতে স্বাধীন লেখক ও সাংবাদিকের নিগ্রহ করা হচ্ছে, ..এমনকি মেরেও ফেলা হচ্ছে। কিন্তু আমরা মুখ বুজে থাকব না। উল্লেখ্য, গত মঙ্গলবার দেশের অন্যতম নির্ভিক, স্পষ্টবক্তা সাংবাদিক গৌরী লঙ্কেশকে বেঙ্গালুরুতে তাঁর বাড়ির সামনেই খুন করা হয়। এই ঘটনায় পুলিশের তদন্তে এখনও খুব একটা অগ্রগতি হয়নি। গৌরীর হত্যা ঘিরে সারা দেশে নিন্দার ঝড় উঠেছে। রামচন্দ্র গুহ এই হত্যাকাণ্ডের ধরনের সঙ্গে নরেন্দ্র দাভোলকর, গোবিন্দ পানসারে ও এমএম কুলবুর্গির হত্যার সাযুজ্য রয়েছে বলে মন্তব্য করেন। তাঁদের প্রত্যেকেই একইভাবে বাড়ির সামনে বাইক আরোহীরা খুন করে পালিয়ে যায়। খুনিরা ভাড়াটে বলেই অনেকের অনুমান। বিজেপির আইনি নোটিশে বলা হয়েছে, ওই হত্যার ঘটনাগুলির তদন্তে এখনও কোনও কিনারা হয়নি। এতে আরও বলা হয়েছে, গুহর মন্তব্যে সংগঠনের সদস্য ও সহানুভূতিশীলদের মনে গভীর ক্ষোভের সঞ্চার হয়েছে।