বেঙ্গালুরু: কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে এইচ ডি কুমারস্বামীর শপথগ্রহণের দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে পালন করল বিজেপি। একইসঙ্গে, ‘বিক্ষুব্ধ’ কংগ্রেস নেতাদের গেরুয়া শিবিরে যোগ দেওয়ার আহ্বানও জানাল। বিজেপির হুঁশিয়ারি, নতুন জোট সরকার যদি নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়, তাহলে তারা রাজ্যব্যাপী ‘ধর্মঘট’ পালন করবে।
এদিন, বেঙ্গালুরুর আনন্দ রাও সার্কল অঞ্চলে প্রতিবাদ-জমায়েত করে বিজেপি। সেখানে বিশাল সংখ্যায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রস-জেডিএস গাঁটছড়াকে ‘সুবিধাবাদী জোট’ বলে কটাক্ষ করেন রাজ্য বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা।
তিনি বলেন, ৫৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ রয়েছে। আপনি বলেছেন, সব ঋণ মকুব করবেন। দেখা যাক, আপনি সব ঋণ মকুব করেন কি না। আপনি ব্যর্থ হলে, আমরা রাজ্যব্যাপী ধর্মঘটের ডাক দেব।
পাশাপাশি, জেডিএস-এর হাত ধরার জন্য কংগ্রেসকেও কটাক্ষ করতে ভোলেননি ইয়েদুরাপ্পা। বলেন, রাজ্যে কংগ্রেসের ভিত নষ্ট হয়ে গিয়েছে। ইয়েদুরাপ্পার দাবি, জেডিএস-এর সঙ্গ না ছাড়লে, কংগ্রেস-মুক্ত ভারত শীঘ্রই সত্যি হবে।
একইসঙ্গে, বিক্ষুব্ধ কংগ্রেস নেতাদের উদ্দেশ্যেও বার্তা দেন ইয়েদুরাপ্পা। তাঁর মতে, যে সকল কং নেতা নতুন জোট সরকারের ব্যবস্থায় নিজেদের বঞ্চিত মনে করছেন, তাঁরা বিজেপিতে স্বাগত। বলেন, যাঁরা নিজেদের প্রতারিত মনে করছেন, তাঁরা বিজেপিতে আসুন।
ইয়েদুরাপ্পার মতে, যদি কোনও দল গণতন্ত্রে বিশ্বাস করে, তা একমাত্র বিজেপি। তাঁর আহ্বান, আসুন কর্নাটককে মডেল রাজ্য হিসেবে গড়ে তুলি।
এদিকে, শপথগ্রহণের কয়েক ঘণ্টা আগে বিজেপির ‘কালো দিবস’ কর্মসূচিকে পাল্টা আক্রমণ করেছেন এইচ ডি কুমারস্বামী। তিনি বলেন, মানুষের কথা না ভাবাটাই হল বিজেপির শাসন-নীতি। ওদের রাজনীতি শুধু মানুষকে বিভ্রান্ত করা। ওদের থেকে কোনও কিছু ভাল আশা করাই উচিত নয়।