উত্তরপ্রদেশে দলের মুসলিম প্রার্থী থাকা দরকার ছিল, বললেন রাজনাথ
ABP Ananda, web desk | 23 Feb 2017 02:50 PM (IST)
নয়াদিল্লি : উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কৌশল নিয়েছে। এরইমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা উত্তরপ্রদেশে বিজেপির অন্যতম তারকা প্রচারক রাজনাথ সিংহ মুসলিম প্রার্থীদের দলের টিকিট দেওয়া নিয়ে তাত্পর্য্যপূর্ণ মন্তব্য করলেন। তিনি বলেছেন, উত্তরপ্রদেশের ভোটে মুসলিমদের টিকিট দেওয়া উচিত ছিল। একটি ইংরেজি সংবাদ চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে বিজেপির প্রাক্তন সভাপতি বলেছেন, ‘তাঁদের দল অন্যান্য রাজ্যেও সংখ্যালঘুদের প্রার্থী করেছে। তেমনভাবেই উত্তরপ্রদেশেও সংখ্যালঘু সম্প্রদায় থেকে প্রার্থী করা দরকার ছিল। সম্ভবত, জিততে পারবেন, এমন কোনও প্রার্থী বিজেপি সংসদীয় বোর্ডের নজরে আসেনি। তাই উত্তরপ্রদেশে দলের কোনও মুসলিম প্রার্থী নেই। কিন্তু এ কথা স্বীকার করি যে, মুসলিমদেরও দলের টিকিট পাওয়া উচিত ছিল’। রাজনাথ আরও বলেছেন, ‘সম্ভবত রাজ্য কমিটিও জয়ী হতে সক্ষম, এমন কোনও মুসলিম প্রার্থী পায়নি। আমি ওখানে ছিলাম না, যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতেই এ কথা বলছি। কিন্তু এতে বিজেপির কোনও সমস্যা হবে না। ভবিষ্যতে যোগ্য মুসলিম প্রার্থী তৈরি করার চেষ্টা করবে দল’। উল্লেখ্য, উত্তরপ্রদেশে বিএসপি ১০০ জন মুসলিমকে দলের প্রার্থী করেছে। কংগ্রেস-সপা জোটের রয়েছে ৭২ জন মুসলিম প্রার্থী। কিন্তু বিজেপির প্রার্থী তালিকায় নেই কোনও মুসলিম।উত্তরপ্রদেশে মুসলিম ভোটের পরিমাণ ২০ শতাংশ।