বান্দিপোরা: কাশ্মীরের ক্ষমতাসীন বিজেপি-পিডিপি জোট নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিরোধী দল ন্যাশনাল কনফারেন্সের বিধায়ক আকবর লোন। তাঁর দাবি, দুই পার্টির নেতারা একসঙ্গে বসে মৌজ করে গরু আর শুয়োরের মাংস ভাগাভাগি করে খান।


বান্দিপোরায় এক জনসভায় এই মন্তব্য করেছেন তিনি। তাঁর বক্তব্য, বিজেপি-পিডিপি একই মুদ্রার এ পিঠ ও পিঠ। দুই দলের নেতারা একসঙ্গে বসে গরু-শুয়োর খান। তাই মুসলমানদের এই দুই দলকে বয়কট করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

লোন অবশ্য বিতর্কিত মন্তব্য এই প্রথম করলেন না। এর আগেও তিনি বলেছেন, যে সব মুসলিমরা আরএসএস, বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা আসলে মুসলিমই নন। যাঁরা এই কাজ করেছেন, কাশ্মীরের মানুষের তাঁদের বয়কট করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।