যোগী আদিত্যনাথ ভারতীয় রাজনীতির কলঙ্ক, দাবি কর্ণাটকের কংগ্রেস সভাপতির, বিজেপি-র বিক্ষোভ
Web Desk, ABP Ananda | 15 Apr 2018 06:42 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
বেঙ্গালুরু: উন্নাওয়ের ঘটনার পরিপ্রেক্ষিতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ভারতীয় রাজনীতির কলঙ্ক বলে দাবি করলেন কর্ণাটকে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি দীনেশ গুন্ডু রাও। তিনি মন্তব্য করেছেন, ‘আদিত্যনাথ ভারতীয় রাজনীতির কলঙ্ক। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্য নন। তাঁর মধ্যে কোনওরকম শিষ্টাচার থাকলে এতদিনে পদত্যাগ করতেন।’ দীনেশের এই মন্তব্যের প্রতিবাদে আজ বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় বিজেপি। রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়ে দীনেশের বিরুদ্ধে অভিযোগ দায়েরও করেন কর্ণাটকে বিজেপি-র সাধারণ সম্পাদক এন রবিকুমার রাও। কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব অবশ্য এই ইস্যুতে দীনেশের পাশেই দাঁড়িয়েছে। রণদীপ সুরজেওয়ালা বলেছেন, ‘অজয় সিংহ বিস্ত ওরফে আদিত্যনাথই উন্নাওয়ের ঘটনায় আসল অপরাধী। ২০১৭ সালের জুনে এই ধর্ষণ হয়। ধর্ষিতা বিচার চেয়ে বিজেপি-র মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হন। তিনি আত্মহত্যারও চেষ্টা করেন। আদিত্যনাথকে অবিলম্বে বরখাস্ত করা উচিত।’