উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রীর সংসদীয় কেন্দ্রের বিধানসভার আসনগুলিতে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছে। ভোটের প্রচারে এসে নিজের কেন্দ্রে প্রায় তিনদিন ছিলেন। তাঁর রোড শো গুলিতে ভিড় উপচে পড়েছিল। সেই ভিড়ের প্রতিফলন ঘটেছে ইভিএমেও। প্রধানমন্ত্রী এজন্য তাঁর কেন্দ্রের জনগনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। মোদীন, কাশীর বলেছেন, কাশীর জনগন যেভাবে তাঁর প্রতি অটুট আস্থা ও ভালোবাসা দেখিয়েছেন তাতে তিনি অভিভূত।
মোদী বলেছেন, উত্তরাখণ্ডে দলের জয় খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য তিনি ওই রাজ্যের জনগনের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। রাজ্যে বিজেপি সরকার তত্পরতা ও সক্ষমতার সঙ্গে মানুষের সেবা করবে বলেও মোদী আশ্বাস দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, সমাজের সর্বস্তর থেকেই বিজেপি সমর্থন পেয়েছে, যা নজিরবিহীন। বিশেষ করে যুব সম্প্রদায়ের সমর্থন খুবই আনন্দদায়ক বলে মন্তব্য করেছেন মোদী।
তিনি বলেছেন, আমরা দেশের মানুষের কল্যাণ ও অগ্রগতির জন্য কাজ করি। দেশের ১২৫ কোটি মানুষের ক্ষমতায় আমাদের আস্থা রয়েছে।
জয়ের জন্য মোদী দলের নেতা ও কর্মীদেরও শুভেচ্ছা জানিয়েছেন।
অন্যদিকে, পঞ্জাবে গত ১০ বছর ধরে অকালি-বিজেপি জোটের প্রতি আস্থা প্রদর্শনের জন্য রাজ্যের জনগনকে ধন্যবাদ জানিয়েছেন।