কর্ণাটকে গত বিধানসভা নির্বাচনে কর্ণাটক জনতা পার্টির চারজন সহ বিজেপি-র মোট ৪৮ জন প্রার্থী জিতেছিলেন। এবার দক্ষিণ ভারতের এই রাজ্যে ক্ষমতায় ফিরতে মরিয়া বিজেপি। কর্ণাটক বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ বিজেপি-র
Web Desk, ABP Ananda | 09 Apr 2018 08:53 AM (IST)
বেঙ্গালুরু: কর্ণাটকে আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করল বিজেপি। এই তালিকায় রয়েছে ৭২ জন প্রার্থীর নাম। বিজেপি-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘দলের কেন্দ্রীয় কমিটি কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য প্রথম ৭২ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে।’ কর্ণাটকে আগামী ১২ মে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ২২৪টি আসনের মধ্যে ১৭৩টি সাধারণ, ৩৬টি তফশিলি জাতি ও ১৫টি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। বিজেপি-র প্রথম দফার প্রার্থীতালিকায় ৪৮ জন পুরনো মুখ। তাঁদের মধ্যে আছেন মুখ্যমন্ত্রী প্রার্থী বি এস ইয়েদুরাপ্পা, কে এস ঈশ্বরাপ্পা, জগদীশ শেট্টার, বাসবরাজ বোম্মাই, সি এম উদাসী, কে ভি হেগড়ে ও বি শ্রীরামুলু। মহিলা প্রার্থী তিনজন।