নয়াদিল্লি: সীতারাম ইয়েচুরির বিরুদ্ধে হিন্দুধর্মের অবমাননার চেষ্টার অভিযোগ তুলে তাঁকে ক্ষমা চাইতে বলল বিজেপি। তিনি হিন্দুধর্মের সঙ্গে হিংসার যোগ টানছেন বলে অভিযোগ করেছেন বিজেপি মুখপাত্র জি ভি এল নরসিমা রাও। বলেছেন, এটা বিরোধীদের ভোটব্যাঙ্ক রাজনীতির আরেকটি নমুনা।
সিপিএম সাধারণ সম্পাদক দলীয় মুখপত্র পিপলস ডেমোক্র্যাসি-তে বেরনো নিবন্ধে বলেছেন, ভোপালে স্বাধ্বী প্রজ্ঞাকে ভোটপ্রার্থী করার সিদ্ধান্ত বিজেপির ‘সাম্প্রদায়িক’ হিন্দু ভোটব্যাঙ্ক এককাট্টা করার প্রয়াসেরই প্রতিফলন। হিন্দুরা কখনই হিংসাশ্রয়ী হতে পারে না বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে ইয়েচুরি লিখেছেন, ভয়ঙ্কর সংঘর্ষ, যুদ্ধবিগ্রহের কাহিনিতে পূর্ণ ভারতের ইতিহাসকে মুছে দিচ্ছেন মোদি। তাঁকে কটাক্ষ করে ইয়েচুরি লেখেন, এটা বিস্ময়ের, একজন আরএসএস প্রচারক বলছেন, যুদ্ধবিগ্রহ, হিংসাত্মক লড়াইয়ের অজস্র কাহিনিতে ভরা মহাকাব্য রামায়ণ, মহাভারত আমাদের ইতিহাসের একমাত্র উত্স।
পাল্টা বিজেপি মুখপাত্রটি বলেন, অনেক বিরোধী নেতা দূর্যোধন, রাবণের মতো খারাপ চরিত্রকে অনুসরণ করছেন, কিন্তু হিন্দুরা ভগবান কৃষ্ণ, রামের পূজো করেন, দূর্যোধন ও রাবণ যে অশুভের প্রতিনিধি, তার পরাজয় উদযাপন করেন। এতদিন কংগ্রেস নেতারা সংখ্যালঘু তোষণের লক্ষ্যে হিন্দু সন্ত্রাস, গেরুয়া সন্ত্রাসের মতো শব্দবন্ধ ব্যবহার করে হিন্দুধর্মকে সন্ত্রাসবাদের সঙ্গে জুড়েছেন, এখন বাম নেতাটি কংগ্রেসের সেই ‘ঘৃণ্য রাজনীতি’র রাস্তায় হাঁটছেন। হিন্দুধর্মের অপমান করার চেষ্টা করায়, যেসব হিন্দু মহাকাব্য, পুঁথি অশুভের বিরুদ্ধে শুভের জয়, গোটা মানবজাতির ভ্রাতৃত্ব, অহিংসার মতো মূল্যবোধের কথা বলেছে, সেগুলি সম্পর্কে মিথ্যা প্রচার, ঘৃণা ছড়ানোয় ওঁকে ক্ষমা চাওয়ার দাবি করছি। সারা দুনিয়া জানে, কমিউনিস্টরা হিংসাত্মক, কিন্তু হিন্দুরা শান্তিকামী। ইয়েচুরি রামায়ণ, মহাভারতের মতো মহাকাব্যের অপমান করেছেন, সেগুলি হিংসার প্রচার করে বলে মিথ্যা দাবি করছেন। সঙ্গে সঙ্গে তাঁর বিচারবোধহীন কথাবার্তাকে তারিফ করেছে বন্ধুপ্রতিম দলগুলি যারা তোষণের রাজনীতিতে মদত দেয়।
তাঁকে কটাক্ষ করে রাও বলেন, ইয়েচুরির বাবা-মাও হয়তো কখনও ভাবেননি, যে দেবদেবীর নামে তাঁরা ছেলের নামকরণ করেছিলেন, তোষণের রাজনীতির স্বার্থে তাঁদেরই তিনি গালমন্দ করবেন, অপব্যাখ্যা করবেন।
হিন্দুধর্মের ‘অপমান করার চেষ্টা করছেন’, রামায়ণ, মহাভারত নিয়ে মন্তব্যের জন্য ইয়েচুরিকে ক্ষমা চাইতে বলল বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
04 May 2019 03:09 PM (IST)
সিপিএম সাধারণ সম্পাদক দলীয় মুখপত্র পিপলস ডেমোক্র্যাসি-তে বেরনো নিবন্ধে বলেছেন, বিজেপির ভোপালে স্বাধ্বী প্রজ্ঞাকে ভোটপ্রার্থী করার সিদ্ধান্ত তাদের ‘সাম্প্রদায়িক’ হিন্দু ভোটব্যাঙ্ক এককাট্টা করার প্রয়াসেরই প্রতিফলন। হিন্দুরা কখনই হিংসাশ্রয়ী হতে পারে না বলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও সমালোচনা করে ইয়েচুরি লিখেছেন, ভয়ঙ্কর সংঘর্ষ, যুদ্ধবিগ্রহের কাহিনিতে পূর্ণ ভারতের ইতিহাসকে মুছে দিচ্ছেন মোদি।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -