ওমরের ট্যুইটের মধ্যেই খবর আসে, খোদ বিজেপির মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পিছিয়ে রয়েছেন। সৌরাষ্ট্রে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে কংগ্রেস। গুজরাতে নিরঙ্কুশ জয় না পেলে বিজেপির কাছে উদ্বেগের ব্যাপার, ট্যুইট ওমর আবদুল্লার
Web Desk, ABP Ananda | 18 Dec 2017 10:20 AM (IST)
নয়াদিল্লি: গুজরাতে ভোট গণনায় টানা দীর্ঘক্ষণ বিজেপির সঙ্গে সমানে সমানে কংগ্রেস পাল্লা দেওয়ায় রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে যায়, তবে কি একতরফা জয় পাচ্ছে না বিজেপি? এই জল্পনার মধ্যেই ওমর আবদুল্লা ট্যুইট করেন, ধুয়েমুছে বিরোধীদের সাফ করে দেওয়া জয় না পেলে বিজেপির সন্তোষের কিছু থাকবে না। তিনি লেখেন, গুজরাতে দলের হয়ে প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪১টা জনসভা করার পরও যদি বিজেপি নিরঙ্কুশ জয় না পায়, তাহলে সেটা তাদের কাছে নিঃসন্দেহে বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে।