'চিকেন খেয়ে' মন্দির দর্শন করেছেন! ট্যুইটে রাহুলকে তোপ ইয়েদুরাপ্পার
Web Desk, ABP Ananda
Updated at:
13 Feb 2018 04:20 PM (IST)
বেঙ্গালুরু: ভোটমুখী কর্নাটক সফরে আসা কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী 'জাভারি চিকেন' খেয়ে মন্দির দর্শন করেছেন বলে অভিযোগ তুললেন কর্নাটক বিজেপি সভাপতি বি এস ইয়েদুরাপ্পা। দুপুরে মাছ খেয়ে ভগবান মঞ্জুনাথ স্বামী মন্দির দর্শনের অভিযোগ ওঠায় গত বছর বিতর্কে জড়ান রাজ্যের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াও।
ইয়েদুরাপ্পা ট্যুইট করেছেন, একদিকে টেন পার্শেন্ট সিএম সিদ্দারামাইয়া মাছ খেয়ে ধর্মস্থালা মঞ্জুনাথ দর্শন করেছেন, আরেকদিকে রাহুল গাঁধী নরসিমহা স্বামী দর্শন করলেন জাভারি চিকেন খেয়ে!
রাহুলের চিকেন 'খেয়ে' মন্দির দর্শনের খবরের ক্লিপিংস ট্যুইটে জুড়ে দিয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইয়েদুরাপ্পা। ট্যুইটে বলেছেন, কেন কংগ্রেস বারবার হিন্দু ভাবাবেগে আঘাত করছে? সবাইকে সমান চোখে দেখাকে বলে সমাজবাদ, কিন্তু আপনারা যা করছেন, সেটা মজাবাদ!
সিদ্দারামাইয়ার বিরুদ্ধে দুপুরে মাছ খেয়ে মন্দির যাওয়ার খবরে সোস্যাল মিডিয়ায় শোরগোল ছড়াতেই তিনি অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন।
রাহুল গতকালই কোপ্পালের কনকগিরিতে যান, দর্শন করেন কনকচালা লক্ষ্মী-নরসিমহা মন্দিরও। এই মন্দিরের বয়স নাকি প্রায় ৫০০ বছর। উত্তর কর্নাটকে ভোট প্রচারে বেরিয়ে একের পর এক মন্দিরে পা রেখেছেন কংগ্রেস সভাপতি।
এ নিয়ে বিরোধীদের কটাক্ষ, সমালোচনা উড়িয়ে তাঁর দাবি, মন্দির যেতে ভালবাসি, আনন্দ পাই, মনে শান্তি, আনন্দ হয়। যেখানেই মন্দির পাই, সেখানে যাই। আবারও যাব।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -