নয়াদিল্লি: বিজেপি গোয়া, মণিপুর জিততে পারেনি, তাদের সেখানে সরকার গড়ার অধিকার নেই। বললেন পি চিদম্বরম। টুইটারে তিনি বলেছেন,



গোয়ায় গতকাল রাতেই মুখ্যমন্ত্রী হয়েছেন বিজেপির মনোহর পর্রীকর। অথচ একক বৃহত্তম দল হয়েছে কংগ্রেস। মুখের গ্রাস এভাবে বেরিয়ে যাওয়ায় হতবাক কংগ্রেস নেতারা টুইটারে নিজেদের আপত্তি জানিয়েছেন। দিগ্বিজয় সিংহ বলেছেন,



এর মধ্যে মণিপুরেও সরকার গড়ার পরিস্থিতিতে চলে গিয়েছে বিজেপি। এনডিএ-র সহযোগী দলগুলির ও অন্য ২ বিধায়ককে ধরে ৩২জনের সমর্থন জোগাড় করে ফেলেছে তারা। ৬০ সদস্যের মণিপুর বিধানসভায় সরকার গড়তে ৩১জনের সমর্থন জরুরি। এবারের ভোটে কংগ্রেস ২৮ আসন জিতে একক বৃহত্তম দল হলেও বাকি ৩জনের সমর্থন তারা জোগাড় করতে পারেনি। কংগ্রেসের অভিযোগ, রাজ্যের একমাত্র নির্দল বিধায়ক আসাব উদ্দিনকে বিজেপি বিমানবন্দর থেকে অপহরণ করে নিয়ে গিয়েছে।