নয়াদিল্লি: রাহুল গাঁধীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস বিজেপির। রাফালে ডিলের ব্যাপারে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন দেশের কাছে মিথ্যা বলেছেন বলে রাহুল যে অভিযোগ করেছেন, তার পরিপ্রেক্ষিতেই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ শাসক শিবিরের।
সংসদের বাইরে সংসদীয় বিষয়কমন্ত্রী অনন্ত কুমার তাঁকে বিদ্রূপ করে বলেন, উনি ছেলেমানুষি করেছেন সভায়। এটা দুর্ভাগ্যজনক যে বয়স হয়েছে, কিন্তু এখনও উনি পরিণত হলেন না। কংগ্রেস সভাপতি এমনই অপরিণত, এতটাই ভুল জানেন যেটা দুর্ভাগ্যের ব্যাপার।
অনন্ত কুমার বলেন, সভার নিয়ম অনুযায়ী, ওনার কোনও সদস্যের বিরুদ্ধে অভিযোগ তোলার আগাম নোটিস দেওয়া উচিত ছিল। স্পিকারের কাছেও এ ব্যাপারে অভিযোগের স্বপক্ষে নথিপত্র জমা দেওয়ার কথা। বিজেপি এমপিরা মিথ্যাচার, সংসদকে বিভ্রান্ত করার অভিযোগে রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনবেন। পরে বিজেপি এমপি প্রহ্লাদ জোশী লোকসভায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস দেন।
রাহুল সভায় অনাস্থা প্রস্তাবের ওপর বিতর্কে নিজের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপেই রাফালে যুদ্ধবিমান ডিল নিয়ে নির্মলা দেশবাসীর সামনে মিথ্যা বলেছেন বলে দাবি করেন। বলেন, নির্মলা নিজে আগে বলেছিলেন, ডিল সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করবেন, কিন্তু পরে চুক্তিতে গোপনীয়তা রক্ষার শর্তের উল্লেখ করে তা জানাতে অস্বীকার করেন। ফরাসি প্রেসিডেন্ট নিজে তাঁকে বলেছেন, ৫৮০০০ কোটি টাকার রাফালে ডিল সংক্রান্ত তথ্য প্রকাশের ক্ষেত্রে কোনও সমস্যাই নেই। ডিলে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করে রাহুল ও কংগ্রেস বরাবর দাবি করছে, অস্ত্র ও যন্ত্রাংশের দাম সহ সব বিস্তারিত তথ্য জানাতে হবে। কিন্তু সরকার ফ্রান্সের সঙ্গে গোপনীয়তা রক্ষার চুক্তি আছে বলে জানিয়ে তা জানাতে রাজি হচ্ছে না, বলেন রাহুল।
সীতারামন নিজেও রাহুলের অভিযোগ উড়িয়ে দেন। পাল্টা রাহুলই সভাকে বিভ্রান্ত করছেন, অভিযোগ করে তিনি বলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে গোপনীয়তা রক্ষার চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল ২০০৮ সালে কংগ্রেস সরকারের আমলেই, তার আওতায় রাফালে ডিলও ছিল।