বাম্বোলিম: বিজেপি-ই একমাত্র দল যেখানে একজন চা বিক্রেতাও ভারতের মতো গণতান্ত্রিক দেশে প্রধানমন্ত্রী হতে পারেন। এমনই মন্তব্য করলেন বিজেপি সভাপতি অমিত শাহ। গোয়ার বাম্বোলিমে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্টেডিয়ামে বুথ কার্যকর্তা সম্মেলনের প্রস্তুতি বৈঠকে তিনি বলেছেন, ‘স্বাধীনতার পর প্রথমবার একটি অ-কংগ্রেসি দল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করার সুযোগ পেয়েছে। বিজেপি সেই সুযোগ পেয়েছে। নরেন্দ্র মোদী সরকার সেই সুযোগ পেয়েছে। ১০ জন সদস্য নিয়ে যে দল পথ চলা শুরু করেছিল, সেটাই এখন বিশ্বের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে। এখন দলের সদস্য সংখ্যা ১১ কোটি।’
বিজেপি সভাপতি আশাপ্রকাশ করেছেন, কর্ণাটকে বিধানসভা নির্বাচনে তাঁরাই জয় পাবেন। ২০১৬ সালে সার্জিক্যাল স্ট্রাইকের জন্য ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছেন তিনি।
বিজেপি এমন দল যেখানে চা বিক্রেতাও প্রধানমন্ত্রী হতে পারেন, মন্তব্য অমিত শাহের
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2018 07:32 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -