ঝাড়খণ্ডে ৫ পুরসভায় মেয়র, ডেপুটি মেয়র পদে ভোটে জয়ী বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
20 Apr 2018 09:35 PM (IST)
রাঁচি: ঝাড়খণ্ডে পাঁচটি পুরসভার মেয়র, ডেপুটি মেয়র পদের নির্বাচনেই জিতল রাজ্যের ক্ষমতাসীন দল বিজেপি। গত সোমবার ভোট হয়। এই প্রথম সরাসরি রাজনৈতিক দলের প্রতীকে নির্বাচন হয় সেখানে।
রাঁচি পুরসভার মেয়র পদের নির্বাচনে জিতেছেন আশা লাকড়া, ডেপুটি মেয়র পদে সঞ্জীব বিজয়বর্গীয় জিতেছেন বলে জানান রাজ্য নির্বাচন কমিশনার এন এন পান্ডে। লাকড়া হারিয়ে দিয়েছেন ঝাড়খন্ড মুক্তি মোর্চার বর্ষা গাদিকে, বিজয়বর্গীয় পরাজিত করেছেন কংগ্রেসের রাজেশ কুমার গুপ্তাকে।
কংগ্রেসের গুঞ্জা দেবীকে হারিয়ে হাজারিবাগের মেয়র হয়েছেন রোশনি তিরকে। কংগ্রেসের আনন্দ দেবকে হারিয়ে ডেপুটি মেয়র পদে নির্বাচিত হয়েছেন রাজ কুমার লাল।
গিরিডিতে মেয়র পদে নির্বাচিত হয়েছেন সুনীল কুমার পাসোয়ান, কংগ্রেসের সমীর রাজ চৌধুরিকে হারিয়ে। ডেপুটি মেয়র পদে জয়ী প্রকাশ রাম, কংগ্রেসের মহম্মদ ইশতিয়াককে হারিয়ে।
আদিত্যপুর পুরসভায় মেয়র পদে নির্বাচিত হয়েছেন বিনোদ শ্রীবাস্তব, কংগ্রেসের যোগেন্দ্র শর্মাকে হারিয়ে। ডেপুটি মেয়র হয়েছেন অমিত সিংহ, জেএমএমের মনোজ মাহাতোকে হারিয়ে। মেদিনীনগর পুরসভায় বিজেপির অরুণা শঙ্কর মেয়র পদে জিতেছেন নির্দল প্রার্থী পুনম সিংহকে পরাজিত করে, ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন রাকেশ কুমার সিংহ। সাফল্যে উল্লসিত ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের প্রতিক্রিয়া, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের রাজনীতির জয় এটা। বিজেপি সভাপতি অমিত শাহের মত, 'প্রধানমন্ত্রীর উন্নয়নের মডেলে'র ওপর মানুষের আস্থার পরিচয় এটা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -