নয়াদিল্লি: দুর্নীতি ইস্যুতে লাগাতার নরেন্দ্র মোদিকে আক্রমণ করে যাওয়ায় পাল্টা রাহুল গাঁধীকে নিশানা বিজেপির। কংগ্রেস সভাপতির আয়, সম্পত্তি বৃদ্ধির দাবি করে তারা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তাঁকে। বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ শনিবার সাংবাদিক সম্মেলনে বলেন, ২০০৪ –এ রাহুল গাঁধীর আয় ছিল ৫৫ লক্ষ টাকা, ২০১৪ সালে তা বেড়ে ৯ কোটি হয়। তাঁর পেশ করা নির্বাচনী হলফনামা থেকেই এই তথ্য মিলেছে। কোনও নির্দিষ্ট উত্স না থাকা সত্ত্বেও কী করে এই বিপুল আয়বৃদ্ধি হল? উনি কী করে এত টাকা করলেন, জানান। সামান্য একজন সাংসদের আয় কী করে লাফিয়ে এতটা বাড়ল!
এ ব্যাপারে কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।
রবিশঙ্কর বলেন, একজন এমপি-র কী আয়, আমরা জানি। আমরা জানতে চাইছি, তেমন বড় কোনও আয়ের উত্স না থাকা সত্ত্বেও রাহুল গাঁধীর এহেন সমৃদ্ধির মডেলটা কী।
টুজি স্পেকট্রাম বরাদ্দ কেলেঙ্কারিতে জড়িত ইউনিটেক থেকে রাহুল দুটি সম্পত্তি কিনেছেন কিনা, তাও জানতে চান তিনি।