লখনউ: ইভিএম কারচুপি নিয়ে সোচ্চার হওয়ায় তাঁকে টার্গেট করছে বিজেপি। এমনটাই দাবি করলেন বহুজন সমাজ পার্টি সুপ্রিমো মায়াবতী।


শুক্রবার অম্বেডকরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে মায়াবতী বলেন, ‘আমাকে ষড়যন্ত্র করে টার্গেট করছে বিজেপি। যাতে আমি ইভিএম কারচুপি নিয়ে মুখ খোলা বন্ধ রাখি।’ যদিও নেত্রী জানিয়ে দেন, তিনি থামার পাত্রী নন। বলেন, ‘গণতন্ত্র রক্ষা করার এই লড়াই থেকে আমি পিছিয়ে আসব না।’


মায়াবতী জানিয়ে দেন, বিজেপির ইভিএম কারচুপির বিরুদ্ধে তাঁর দল লড়াই চালাবে। এর জন্য বিজেপি-বিরোধী দলগুলির সঙ্গে হাত মেলাতেও তাঁর কোনও আপত্তি নেই বলেও জানিয়ে দেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গণতন্ত্র রক্ষা করতে বিষ দিয়েই বিষের বিরুদ্ধে লড়াই চালাতে হবে।


সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে ইভিএম কারচুপি করে রাজ্যের মোট ৪০৩টি আসনের মধ্যে অন্ততপক্ষে ২৫০ আসন জিতেছে বিজেপি বলে এদিন অভিযোগ করেন মায়াবতী। প্রসঙ্গত, ভোটের ফল ঘোষণা হওয়ার পর মায়াবতী ঘোষণা করেছিলেন, প্রতিমাসের ১১ তারিখ (১১ মার্চ নির্বাচনের ফল ঘোষণা হয়েছিল) কালো দিবস হিসেবে প্রতিবাদ-বিক্ষোভ পালন করবে তাঁর দল। যদিও, এদিন নেত্রী জানিয়ে দেন, বিষয়টি সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় তিনি সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।