এর আগে কংগ্রেসের 'ভারত বাঁচাও' সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জন্য যে তাঁর ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না, আরও এক বার তা জানিয়ে দেন কংগ্রেস সাংসদ রাহুল গাঁধী। তাঁর বক্তব্য, তিনি সত্যি কথাই বলেছেন। তাই ক্ষমা চাইবেন না। দিল্লির রামলীলা ময়দানে ওই প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘সত্যি কথা বলায় গত কাল সংসদে আমাকে ক্ষমা চাইতে বলে বিজেপি। কিন্তু আমার নাম রাহুল সাভারকর নয়। আমি রাহুল গাঁধী। আর সত্যি কথা বলার জন্য আমি তো নয়ই, কংগ্রেসের কোনও কর্মীই কখনও ক্ষমা চাইবেন না।’
কিন্তু, রাহুল এই প্রসঙ্গে হঠাৎ করে সাভারকরের প্রসঙ্গ টানলেন কেন?
বিনায়ক সাভারকর হিন্দু মহাসভার শীর্ষ নেতা ছিলেন! নরেন্দ্র মোদি-অমিত শাহ সাভারকরকে অত্যন্ত সম্মান করেন এবং তিনি গেরুয়া শিবিরের অন্যতম তাত্বিক নেতা ছিলেন!!!কিন্তু, উল্টোদিকে কংগ্রেস সহ বিরোধীরা এই বলে বিনায়ক সাভারকরের সমালোচনা করেন যে, আন্দামানের সেলুলার জেলে বন্দী থাকাকালীন ৪ বার তৎকালীন ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর।১৯২৪-এ মুক্তি পান সাভারকর।
আর তাই ক্ষমাপ্রার্থনা প্রসঙ্গে সাভারকরের নাম টেনে বিজেপিকে খোঁচা দিলেন রাহুল গাঁধী। পাল্টা রাহুলকে আক্রমণ করেছে বিজেপি।
এরপর শিবসেনা নেতা সঞ্জয় রাউত একাধিক ট্যুইট করে বলেছেন, 'সাভারকরকে নিয়ে কোনও আপস নয়। বীর সাভারকর শুধু মহারাষ্ট্র নয়, গোটা দেশের কাছে ভগবান। নেহরু, গান্ধীর মতোই সাভারকরও স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। এমন সব দেবতাকে সম্মান করা উচিত'।
তবে ট্যুইটে রাহুল গাঁধীর নাম উল্লেখ করেননি রাউত।
সাভারকরকে নিয়ে মন্তব্যের জন্য বিজেপির বিভিন্ন নেতা রাহুলের সমালোচনা করেন। বিজেপির মুখপাত্র জিভিএল নরসিমা রাও তাঁকে জিন্নার উত্তরসূরী বলে তোপ দাগেন।
মোদি সরকারের মন্ত্রী গিরিরাজ সিংহ সাভারকরের পাশে দাঁড়িয়ে ট্যুইটে রাহুলকে আক্রমণ করে বলেছেন, বীর সাভারকর সত্যিকারের দেশপ্রেমী ছিলেন। ভাড়া করা পদবী নিলেই কেউ গান্ধী হয়ে যায় না, আর দেশভক্তও হয় না। দেশভক্ত হওয়ার জন্য শরীরে শুদ্ধ হিন্দুস্থানী রক্ত থাকা দরকার।
বিজেপি নেতা সম্বিত পাত্রও রাহুল গাঁধীকে কটাক্ষ করেছেন।