লখনউ: কর্নাটক বিধানসভা ভোটের প্রচারে যাচ্ছেন মায়াবতী, অখিলেশ সিংহ যাদব। এ নিয়ে বহুজন সমাজ পার্টি (বসপা) ও সমাজবাদী পার্টি (সপা)-কে কটাক্ষ করে বিজেপির উত্তরপ্রদেশ শাখার মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বললেন, মায়াবতী, অখিলেশরা 'রাজনৈতিক ট্যুরিজম' করতে যাচ্ছেন। সপা, বসপা জাতপাতের রাজনীতি করে টিঁকে আছে বলে অভিযোগ করেও তিনি বলেন, সপা, বসপা প্রধানের কর্নাটকে নির্বাচনী সফর স্রেফ রাজনৈতিক পর্যটন। তাঁকে উদ্ধৃত করে বলা হয়েছে, দুটি দলেরই উদ্ভব হয়েছে উত্তরপ্রদেশে, তাদের মূল ভিত্তিও উত্তরপ্রদেশ। কর্নাটকে ওদের অবস্থা খুবই খারাপ। ওখানে তৈরি হওয়ার সময় থেকেই দু দলে চরম দুঃসময় চলছে। কর্নাটকে ওদের জনভিত্তি, দলীয় সংগঠন ও জনসমর্থন, কিছুই নেই।

তিনি বিদ্রূপের সুরে মন্তব্য করেন, কর্নাটকের বিজেপি কর্মীরা ও জনগণ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দর্শন চান, দেশের ভোটমুখী রাজ্যগুলিতে তাঁর প্রচার থেকে ফায়দা পাচ্ছে দল। মুখ্যমন্ত্রী হওয়ার পর আদিত্যনাথ সারা দেশে প্রভাব ফেলেছেন। সেজন্যই বিজেপির হয়ে প্রচারে তাঁকে পাঠানোর জন্য ভোটমুখী রাজ্যগুলি থেকে দাবি আসছে লাগাতার।

বিজেপি মুখপাত্রটি দাবি করেন, বসপার প্রতিষ্ঠাতা নেতারাই দল ছাড়ছেন, জাতীয় দল হিসাবে অস্তিত্ব টিঁকিয়ে রাখতেই হিমশিম খাচ্ছে ওরা। পাশাপাশি সপা-কে নিশানা করেও ত্রিপাঠী বলেন, মুলায়ম সিংহ যাদবের জায়গায় অখিলেশ দলীয় প্রধান হলেন যেদিন, সেদিন থেকেই সপা দুর্বল হচ্ছে। সপা আঞ্চলিক পার্টি। কর্নাটকে ওদের কোনও সংগঠনই নেই। গুজরাতের মতোই ফ্লপ শো হবে অখিলেশের কর্নাটক সফর।
মায়াবতী এবার কর্নাটকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার দল জেডি (এস)-এর সঙ্গে হাত মিলিয়েছে। ৫-৬ মে চিত্রদূর্গ ও বেলাগাভি ও বিদারে ভাষণ দেওয়ার কথা তাঁর। ২০টি আসনে লড়ছে বসপা। অন্যদিকে অখিলেশের দলও দুডজনের বেশি আসনে লড়ছে কর্নাটকে।