কোয়েম্বাত্তুর: ট্যুইট করে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দেওয়ায় অভিনেতা কমল হাসানকে কটাক্ষ করলেন তামিলনাড়ুর বিজেপি সভাপতি তামিলিসাই সৌন্দরাজন। তাঁর খোঁচা, রাজনীতিতে প্রবেশের আগে সমাজে অবদানের কথা ভাবা উচিত এই অভিনেতার। কারণ, মানুষের জন্য কাজ করার অনেক নেতা আছেন।

গতকাল রাতে ট্যুইট করে রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন কমল হাসান। এর আগে তামিলনাড়ুর চলচ্চিত্র জগতের অপর এক সুপারস্টার রজনীকান্তও রাজনীতিতে যোগ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। এরপরেই কমল হাসানকে কটাক্ষ করেছে বিজেপি। সৌন্দরাজন বলেছেন, ‘রাজনীতি সিনেমা নয়, যেখানে একদিনেই কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবেন। এটা ট্যুইটার নয়, মানুষের মঞ্চ। সমাজের জন্য কোনও অবদান ছাড়াই হঠাৎ কেন কমল হাসান জেগে উঠলেন? রজনীকান্ত প্রথম থেকেই বিভিন্ন বিষয় নিয়ে সরব। কমল হাসান কেন এতদিন কোনও সামাজিক বিষয় নিয়ে মুখ খোলেননি?’