সেখানেই কথা হয়, ১৫ থেকে ২২ অগাস্ট স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে তিরঙ্গা যাত্রা করবে দল। এ প্রসঙ্গে স্বয়ং মোদী বিকাশ পর্ব কর্মসূচির উল্লেখ করেন। দু বছর ক্ষমতায় থেকে মোদী সরকার কী কী ‘সাফল্য’ পেয়েছে, সে ব্যাপারে ২০০-র বেশি সভা-অনুষ্ঠান করে জোর প্রচারে নেমেছিলেন কেন্দ্রের ৬৬ জনের বেশি মন্ত্রী, ৩৩ জন দলীয় পদাধিকারী। মোদী বলেন, ওই প্রচার দারুণ সফল হয়েছিল। জনগণের ব্যাপক সাড়া মিলেছিল। দেশের মানুষের মুড দারুণ। চালিয়ে যান। তবে সংযম ধরে রাখুন! মোদী এই বলে পরামর্শ দেন দলের নেতা-মন্ত্রীদের।
জানা গিয়েছে, মোদী তাঁদের সংসদের বর্ষা অধিবেশন চলাকালে নানা বিষয়ে খাটাখাটি, পড়াশোনা করে আলোচনার মান বাড়াতে বলেন।
এদিকে মোদীর মার্কিন কংগ্রেসে ভাষণ সহ একাধিক ‘সফল’ বিদেশযাত্রার প্রসঙ্গও সভায় ওঠে। বৈঠকে হাজির বিজেপি নেতা-মন্ত্রীরা দু বার উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রীকে।