অযোধ্যায় ২২৫ কোটি ব্যয়ে রামায়ণ-জাদুঘর নির্মাণ করবে মোদী সরকার
Web Desk, ABP Ananda | 17 Oct 2016 03:46 PM (IST)
নয়াদিল্লি: উত্তরপ্রদেশে দলের ধ্বজা উড়িয়ে রাখতে হলে যে রামের শরণাপন্ন হতে হবে, তা দশেরাতে বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী, যখন বক্তৃতা দিতে গিয়ে তিনি বলেছিলেন ‘জয় শ্রী রাম’। এবার পরবর্তী ধাপ হিসেবে অযোধ্যায় রামের জাদুঘর নির্মাণ করার পরিকল্পনা করছে বিজেপি। ২৫ একর জায়গাও কার্যত স্থির হয়ে গিয়েছে। বর্তমান রাম জন্মভূমি-বাবরি মসজিদ চত্বর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। রাজনৈতিক মহলের মতে, মোদীর ‘শ্রী রাম’ জয়ধ্বনির পরই পরিষ্কার হয়ে গিয়েছিল যে, উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ‘তুরুপের তাস’ হতে চলেছে রাম-ইস্যু। কারণ, বিজেপি ভালমতোই জানে, উত্তর প্রদেশের রাজনীতিতে অযোধ্যা ও রামের প্রভাব যথেষ্ট। বিজেপির ক্ষেত্রে তো বটেই। ওয়াকিবহাল মহলের মতে, বিজেপি শীর্ষ নেতৃত্ব এখন বুঝতে পারছেন যে, স্রেফ রাম-মন্দির দিয়ে জনগণকে টানা সম্ভব নয়। তাই এবার রাম-মিউজিয়াম হয়ে রাম-মন্দিরের পথ ধরতে মরিয়া গেরুয়া-শিবির। সূত্রের খবর, জাদুঘর নির্মাণের জন্য যে জমি চিহ্নিত করে রাখা হয়েছে, তা পরিদর্শন করতে আগামীকাল অযোধ্যা যাচ্ছেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী মহেশ শর্মা। কেন্দ্রীয় সূত্রের মতে, জাদুঘর নির্মাণের জন্য ২২৫ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রক। জানা গিয়েছে, মিউজিয়ামে প্রতিদিন রামায়ণ-এর ওপর লাইভ শো হবে।