রায়বেরিলি (উত্তরপ্রদেশ): গাঁধী পরিবারের গড় রায়বেরিলিতে সভা করে কংগ্রেসকে হুঁশিয়ারি অমিত শাহের। তাঁর দল প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর লোকসভা কেন্দ্রকে 'পরিবারতন্ত্র' থেকে মুক্তি দিয়ে উন্নয়নের রাস্তায় নিয়ে যাবে বলে জানিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেছেন, রায়বেরিলি স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত পরিবারতন্ত্র দেখেছে, কোনও উন্নয়নই হয়নি। আমি এখানে এসেছি স্পষ্ট জানিয়ে দিতে যে, বিজেপি পরিবারতান্ত্রিক শাসন থেকে রায়বেরিলিকে মুক্ত করবে, আজ থেকেই উন্নয়নের রাস্তায় তাকে নিয়ে যাওয়ার অভিযানও শুরু করবে। অমিত শাহ বলেন, কংগ্রেস, তাদের শীর্ষ নেতৃত্ব বছরের পর বছর উত্তরপ্রদেশ, রায়বেরিলি শাসন করেছে, কিন্তু কমিউনিটি হেলথ সেন্টার, প্রাথমিক হেলথ সেন্টারের শিলান্যাসই হল এই সেদিন। যোগী প্রশাসন রায়বেরিলির জন্য অনেক কিছু করেছে। কংগ্রেসের বেশ কিছু নেতাও বিজেপিতে যোগ দিচ্ছেন। তাই এই কেন্দ্রকে দ্রুত সমৃদ্ধ করে তোলা আমাদের দায়িত্ব। দলের হয়ে আগামী লোকসভা ভোটের বিউগল কার্যত বাজিয়ে দেন তিনি। বলেন, আমরা রায়বেরিলিকে আদর্শ, মডেল কেন্দ্র হিসাবে গড়ে তুলব। যোগী আদিত্যনাথ সরকার গঠনের আগে উত্তরপ্রদেশের পরিচিতি ছিল গুন্ডা রাজ, খারাপ আইনশৃঙ্খলার জন্য, যোগী আইনের শাসন চালু করেছেন বলেও দাবি করেন বিজেপি সভাপতি। মক্কা মসজিদ বিস্ফোরণ মামলা থেকে স্বামী আদিত্যনাথের অব্যাহতির প্রসঙ্গে তিনি কংগ্রেসকে নিশানা করে অভিযোগ করেন, ওরা সন্ত্রাস মামলায় জড়িয়ে হিন্দুদের 'বদনাম করা'র চেষ্টা করেছে। অমিত শাহ বলেন, রাহুল 'বাবা'-কে প্রশ্ন করতে চাই, আপনার নেতারা তো গেরুয়া সন্ত্রাসের অভিযোগ করেন, আপনারা এবার ক্ষমা চাইবেন তো? ভেবে দেখবেন, কতটা নীচে নেমেছেন? বিজেপি সভাপতি বলেন, তিনি রায়বেরিলির মানুষকে বলতে চান যে, তিনি সারা দেশ ঘুরছেন, ২০১৯-এ নরেন্দ্র মোদী সরকার আরও বড় জনমত নিয়ে ফিরবে।