নয়াদিল্লি: ‘গণতন্ত্রের স্বার্থরক্ষায়’ আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ঐকমত্যে পৌঁছতে সব দলের সঙ্গেই কথা বলবে বিজেপি। এমনটাই জানালেন বেঙ্কাইয়া নাইডু।


গতকালই বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ঘোষণা করেন যে, রাজনাথ সিংহ, অরুণ জেটলি ও বেঙ্কাইয়া নাইডুকে নিয়ে গঠিত একটি প্যানেল রাষ্ট্রপতি পদপ্রার্থী নিয়ে শরিক ও বিরোধীদের সঙ্গে আলোচনা করবে।


এদিন নাইডু জানান, দলের সভাপতি অমিত শাহর সঙ্গে ইতিমধ্যেই কথা হয়েছে তাঁর। এবার কমিটির বাকি সদস্যরা বিরোধীদের সঙ্গেও কথা বলবে। তিনি বলেন, আমরা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছি। আমরা শাসক দল। বৃহত্তর ঐকমত্য আনতে সকলকে পাশে নেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাদের সমর্থন চাইব।


নাইডু মনে করিয়ে দেন, যাই করা হবে গণতন্ত্রের স্বার্থরক্ষাকে মাথায় রেখেই। যদিও, নাম না করে বিরোধীদের উদ্দেশ্যে নাইডু বলেন, জনতার রায় এই সরকারের সঙ্গে, সকলের (বিরোধীদের) উচিত জনতার রায়কে সম্মান করা।


প্রসঙ্গত, বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারির মেয়াদ শেষ হচ্ছে ১০ অগস্ট। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন হবে ১৭ জুলাই। গণনা ২০ জুলাই।