সেই দাদরিতে জিতল বিজেপি
ABP Ananda, web desk | 11 Mar 2017 06:03 PM (IST)
গ্রেটার নয়ডা: উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার দাদরি ও জেওয়ার-দুটি আসনেই জয়ী হল বিজেপিই। উল্লেখ্য, ২০১৫-র সেপ্টেম্বরে গো-মাংস রাখার গুজবে মহম্মদ আখলাককে পিটিয়ে খুন করেছিল উন্মত্ত জনতা। ঘটনায় গুরুতর জখম হন আখলাকের থেকে দানিশ।এই ঘটনা ঘিরে সারা দেশেই তীব্র শোরগোল পড়ে গিয়েছিল। বিহারের ভোটের প্রচারেও উঠে এসেছিল এই ইস্যু। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে দাদরিতে বিজেপি প্রার্থী তাঁর নিকটতম বিএসপি প্রার্থীকে হারিয়েছেন ৮০,১৭৭ ভোটের ব্যবধানে। বিজেপি এই আসনে যেখানে ৬১,০৪৯ ভোট পেয়েছে, সেখানে বিএসপি-র প্রাপ্ত ভোট ৬১,০৪৯। এই আসনে ৩৯,৯৭৫ ভোট পেয়ে তৃতীয় কংগ্রেস। জেওয়ারে বিজেপি প্রার্থী ২২,১৭৩ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিএসপি প্রার্থীকে।