আম আদমি পার্টির ইস্তেহার পুড়িয়ে বিজয় গোয়েলের নেতৃত্বে বিজেপির প্রতিবাদ যন্তর মন্তরে
web desk, ABP Ananda
Updated at:
13 Mar 2019 02:24 PM (IST)
নয়াদিল্লি: ক্ষমতায় আসার আগে জনগণকে দেওয়া ৭০টি প্রতিশ্রুতির একটিও ভালভাবে পূরণ করতে পারেনি আম আদমি সরকার, এমন অভিযোগ তুলে মন্ত্রী বিজয় গোয়েলের নেতৃত্বে ‘আপ’ এর ইস্তেহার পোড়াল বিজেপি সমর্থকরা। তাঁদের অভিযোগ, ভোটের আগে আম আদমি পার্টি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লির জনগণকে, যা পূরণ করতে পুরোপুরি ব্যর্থ তারা। সেই ‘ব্যর্থ’ প্রতিশ্রুতির প্রতীকি স্তম্ভও পোড়ানো হয়।
‘কেজরিওয়াল সরকার দিল্লিকে দূষণ মুক্ত করা, ২০টি নতুন কলেজ খোলা, ১০ হাজারটি বাস কেনার মতো বহু প্রতিশ্রুতিই পূর্ণ করেননি। বসতি অঞ্চলে ২ লাখ শৌচালয় তৈরির কথা বলেছিল আপ, ২০০টিও তৈরি হয়নি’ অভিযোগ গোয়েলের। যন্তর-মন্তরে পার্টি কর্মীদের সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দিল্লির জনতা আপকে ৭০টির মধ্যে ৬৭টি সিটে জয় এনে দিয়েছিল, তার প্রতিদানে কেজরিওয়ালের সরকার সম্পূর্ণভাবে ঠকিয়েছে তাদের।
দিল্লিকে রাজ্যের স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি, এই অভিযোগ তুলে বিজেপির ইস্তেহার পোড়ানোর পরিকল্পনা আছে আপ-এর। কিন্তু তার আগেভাগেই বিজেপির এই প্রতিবাদ কর্মসূচী, লোকসভা ভোটে বিজেপির পালে হাওয়া কাড়তে পারে কি না, সেটাই দেখার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -