নয়াদিল্লি: বিরোধী দলগুলি আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী বাছাইয়ের বিষয়ে আলোচনা শুরু করে দিলেও, কেন্দ্রের শাসক দল বিজেপি এখনও এ বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানালেন বিজেপি সভাপতি অমিত শাহ। তিনি বলেছেন, দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


এ বছরের জুলাই মাসে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিরোধী শিবিরে তৎপরতা তুঙ্গে। সম্প্রতি কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকে দিল্লিতে গিয়ে বৈঠক করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরীবালের সঙ্গেও বৈঠক করেছেন। বিরোধীরা যখন বিভিন্ন নাম নিয়ে আলোচনা করছে, তখন বিজেপি নীরবতা অবলম্বন করেছে। আরএসএস প্রধান মোহন ভাগবতকে রাষ্ট্রপতি প্রার্থী করার প্রস্তাব দিয়েছিল শিবসেনা। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিজেপি। অমিত শাহ বলেছেন, শিবসেনাই এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। ফলে তাঁদের কিছু বলার নেই।

তামিলনাড়ুর জনপ্রিয়তম অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন। তিনি বিজেপি-তেও যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে বিজেপি সভাপতি বলেছেন, রজনীকান্তই সিদ্ধান্ত নেবেন। ভাল মানুষদের স্বাগত জানাতে তৈরি বিজেপি।