গওহর বিজেপির যুব শাখার জেলা প্রধান ছিলেন। গতকাল তাঁকে অপহরণ করে জঙ্গিরা। জম্মু কাশ্মীরের দায়িত্বে থাকা বিজেপি নেতা রাম মাধব তাঁর মৃত্যুতে দুঃখপ্রকাশ করে জানিয়েছেন, মাত্র ৩ দিন আগেই তাঁর সঙ্গে দেখা করেন গওহর। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে এভাবে মূল্য চোকাতে হল তাঁদের। বিজেপি সভাপতি অমিত শাহও তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। তাঁর টুইট
গওহরই প্রথম রাজনৈতিক নেতা নন, যাঁর ওপর জঙ্গিরা এভাবে হামলা চালাল। ২২ অক্টোবর ত্রালে ন্যাশনাল কনফারেন্সের নেতা মহম্মদ সুভান ভট্টের ছেলে মহম্মদ আশরাফের বাড়িতে তারা গ্রেনেড ছোঁড়ে। একইভাবে গ্রেনেড ছোঁড়ে সোপিয়ানেরই জৈনপুরা এলাকায় পিডিপি বিধায়কের বাড়িতেও।