তিরুঅনন্তপুরম: ‘হিন্দু পাকিস্তান’ মন্তব্যর জন্য সোমবার কেরলের সাংসদ তথা কংগ্রেস নেতা শশী তারুরের সংসদীয় কেন্দ্রের কার্যালয়ে আলকাতরা লেপে দিল বিজেপির যুব শাখার কর্মীরা। ঘটনার সময় তারুর সেখানে ছিলেন না।

Continues below advertisement

ঘটনায় প্রকাশ, এদিন মুখে তারুর-বিরোধী স্লোগান দিতে দিতে হামলা চালায় যুব মোর্চার সদস্যরা। এমনকী, ওই দফতরে তারা পোস্টার সেঁটে দিয়ে আসে, যেখানে লেখা ছিল-- ‘হিন্দু পাকিস্তান’-এর দফতর।

এই হামলার সমর্থনে এগিয়ে এসে তিরুঅনন্তপুরম জেলা বিজেপি সভাপতি এস সুরেশ জানান, ভুল মন্তব্যের স্বতঃপ্রণোদিত প্রতিবাদ। তিনি বলেন, তারুর এখানকার সাংসদ। তিনি যা বলেছেন, এটা হল তার বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ।

Continues below advertisement

অন্যদিকে, গেরুয়া শিবিরের যুব মোর্চার এই হামলাকে বিজেপির ঔদ্ধত্যের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন প্রবীণ কংগ্রেস নেতা ভি ডি সতীশান। কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বিরোধী দলনেতা রমেশ চেন্নিথালা এই ঘটনার তীব্র প্রতিবাদ করেন।

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি অনুষ্ঠানে ‘বিপদের মুখোমুখি ভারতের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা’ শীর্ষক ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে শশী তারুর বলেন, ২০১৯ নির্বাচনে বিজেপি যদি বর্তমান সংখ্যা নিয়ে ক্ষমতায় ফেরে তাহলে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান থাকবে না। কারণ, তখন বিজেপি নতুন করে সংবিধান লিখবে। সেখানে সংখ্যালঘুদের অধিকার বলে কিছু থাকবে না। তারা হিন্দু রাষ্ট্র তৈরি করবে, সংখ্যালঘুদের সমানাধিকার আর রাখবে না। তৈরি হবে হিন্দু পাকিস্তান।